দেশ

আর জি কর কাণ্ড: মামলা ছাড়লেন নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর: আর জি কর মেডিক্যাল-কলেজের খুন ও ধর্ষণের মামলায় নির্যাতিতার পরিবারের হয়ে লড়ছিলেন আইনজীবী বৃন্দা গ্রোভার। গতকাল, বুধবার সেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি। আর এবার থেকে আর জি কর কাণ্ডে নির্যাতিতার পরিবারের পক্ষে আদালতে সওয়াল-জবাব করতে দেখা যাবে না বৃন্দাকে। দায়িত্ব ছাড়ার বিষয়ে আইনজীবী বৃন্দার অফিসের তরফে জানানো হয়েছে, ‘কিছু নির্দিষ্ট কারণ এবং পরিস্থিতির জন্য বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত তিন মাস ধরে নিয়ম-নীতি মেনেই যাবতীয় আইনি সহায়তা দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থা সিবিআইয়ের সঙ্গেও সহযোগিতা করা হয়েছে।’ নির্যাতিতার পরিবারের হয়ে মামলা তিনি আর লড়বেন না সেই বিষয়ে নিম্ন আদালতকে জানানো হয়েছে। এমনটাই জানিয়েছে বৃন্দার অফিস। গত সেপ্টেম্বর মাস থেকে আর জি কর মামলার সঙ্গে যুক্ত ছিলেন বৃন্দা গ্রোভার। নিম্ন আদালতে বিচারপ্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কারণেই এবার তিনি সেই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। এই বিষয়ে বৃন্দা জানিয়েছেন, ‘শিয়ালদহ আদালতে আর জি করের ধর্ষণ এবং খুনের মামলার বিচারপ্রক্রিয়া চলছে। বিগত কয়েকদিনে ৫১ জনের মধ্যে ৪৩ জনের সাক্ষ্যগ্রহণও শেষ হয়ে গিয়েছে। বাকি দু-তিন দিনের মধ্যেই বাকি কয়েকজনের সাক্ষ্যগ্রহণ নেওয়া হবে।’ শুধুই সুপ্রিম কোর্টে নয়, আর জি কর মামলায় শিয়ালদহ আদালতে নির্যাতিতার পরিবারের পক্ষে সওয়াল-জবাব করতেন বৃন্দা। বিচারপ্রক্রিয়া শুরুর প্রথম দিন শিয়ালদহ আদালতে সশরীরে হাজিরও ছিলেন তিনি। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে ফের ওঠে আর জি কর মামলা। যাতে কিছু নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। আগামী ১৭ মার্চ ফের সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা