দেশ

বাংলাদেশ: আলোচনায় কাজ না হলে অন্য দাওয়াই, কেন্দ্রকে বার্তা সঙ্ঘের

নাগপুর: বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। সম্প্রতি ঢাকা সফরে গিয়ে বিষয়টি উত্থাপন করেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। এই ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ করার জন্য ইউনুস সরকারের উপর চাপ দেয় নয়াদিল্লি। কিন্তু তারপরেও যে অত্যাচার বন্ধ হয়েছে, এমন নয়। তাই এবার কেন্দ্রের উপর চাপ বাড়ানো শুরু করল আরএসএস। তাদের অভিমত, এত আলোচনার পরেও ওপার বাংলায় হিন্দুদের উপরে অত্যাচার বন্ধ না হলে ভারত সরকারের বিকল্প পথ খতিয়ে দেখা উচিত।  এই পর্যন্ত মোদি সরকারের নেওয়া পদক্ষেপ পর্যাপ্ত নয় বলেও মনে করছে তারা।
বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচারের প্রতিবাদে নাগপুরে ‘সকল হিন্দু সমাজ’-এর ব্যানারে একটি সভা হয়। সেখানে উপস্থিত ছিলেন সঙ্ঘের প্রচার বিভাগের প্রধান সুনীল আম্বেদকর। তিনি বলেন, ‘কেন্দ্রের আরও তৎপর হওয়া প্রয়োজন। আরও কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আমার ধারণা আলোচনার মাধ্যমে বিষয়টা মিটে যাবে। তা না হলে সেখানে সংখ্যালঘুদের উপরে হিংসা বন্ধে সরকারকে বিকল্প পথ ভেবে দেখতে হবে।’ বাংলাদেশের ঘটনার শুধু প্রতিবাদ করলেই চলবে না বলে মন্তব্য করেছেন এই আরএসএস নেতা। বলেন, ‘আমাদের মন্দিরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, লুট করা হচ্ছে, মহিলাদের উপরে নির্যাতন করা হচ্ছে। সেখানে যা হচ্ছে তার প্রতিবাদে প্রত্যেক হিন্দুকে গর্জে উঠতে হবে। শুধু নিন্দা করে বা মনখারাপ করলে চলবে না। তার বাইরে বেরিয়ে ভাবতে হবে।’ 
8h 8m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা