দেশ

অল্পবয়সিদের আকস্মিক মৃত্যুর সঙ্গে যোগ কোভিড টিকার নেই, সংসদে দাবি নাড্ডার

নয়াদিল্লি: কেউ পারিবারিক বিয়ের অনুষ্ঠানে নাচ্ছিলেন। কেউ শরীরচর্চা করছিলেন। কেউ আবার নিছক গান শুনছিলেন। দুম করে পড়ে গিয়ে মৃত্যু। অল্পবয়সিদের মধ্যে এইভাবে আকস্মিক মৃত্যু বেড়ে যাওয়ার কারণ কী? ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না চিকিৎসকরাও। কিছু মহল থেকে দাবি করা হচ্ছিল, অল্প বয়সে এমন অপ্রত্যাশিত মৃত্যুর নেপথ্যে রয়েছে শরীরে কোভিড-১৯ টিকার বিরূপ প্রতিক্রিয়া। এবিষয়ে জল্পনা ও আশঙ্কা বাড়ছিল। কিন্তু যাবতীয় অভিযোগ মঙ্গলবার উড়িয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। রাজ্যসভায় তিনি জানিয়েছেন, আইসিএমআরের সমীক্ষায় স্পষ্ট দেখা গিয়েছে, ভারতে কোভিড-১৯ টিকা গ্রহণের ফলে অল্পবয়সিদের আকস্মিক মৃত্যুর আশঙ্কা কোনও অবস্থাতেই বাড়েনি। বরং কোভিড টিকা এধরনের মৃত্যুর ঝুঁকি কমিয়েছে।
সমীক্ষাটি যৌথভাবে চালিয়েছে আইসিএমআর ও ন্যাশনাল ইনস্টিটিউট অব এপিডেমিওলজি। ১ অক্টোবর ২০২১ থেকে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত ১৮ থেকে ৪৫ বছর বয়সিদের (সুস্বাস্থ্যের অধিকারী ও জ্ঞাত কোনও কো-মর্বিডিটি না থাকা সত্ত্বেও) আকস্মিক মৃত্যু নিয়ে এই সমীক্ষা চালানো হয়েছে। ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৭টি টার্শিয়ারি কেয়ার হাসপাতালে এই গবেষণার কাজ চালানো হয়েছে। ৭২৯টি আকস্মিক মৃত্যু সহ বিভিন্ন মেডিক্যাল পরিস্থিতির ভিত্তিতে সমীক্ষা রিপোর্ট তৈরি করা হয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, কোভিড-১৯ টিকার ডোজ আকস্মিক মৃত্যুর সম্ভাবনা বাড়ায়নি। বরং সেই আশঙ্কা কমিয়েছে। সেইসঙ্গেই আকস্মিক মৃত্যুর কারণ নিয়ে সুনির্দিষ্ট কিছু ফ্যাক্টরকে চিহ্নিতও করা হয়েছে। এগুলির মধ্যে তাৎপর্যপূর্ণ হল কোভিড আক্রান্তকে সঠিক সময়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল কি না, আকস্মিক মৃত্যুর পারিবারিক ইতিহাস রয়েছে কি না, মৃত্যুর ৪৮ ঘণ্টার আগে প্রচুর মদ্যপান বা উত্তেজক ওষুধের ব্যবহার, প্রচণ্ড শারীরিক পরিশ্রম করেছিলেন কি না ইত্যাদি। 
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা