দেশ

ছত্তিশগড়ে লুকিয়ে থাকা বাংলাদেশি সেনা কি চর?

শুভঙ্কর বসু, কলকাতা: ভারত বিদ্বেষের জিগির উঠেছে গোটা বাংলাদেশ জুড়ে। কেউ বলছে কলকাতা দখল করব, আবার কারও দাবি গোটা বাংলা-বিহার-ওড়িশাই নাকি ছিনিয়ে নেওয়া হবে।  আর এসবের মাঝেই চাঞ্চল্যকর তথ্য উঠে এল কলকাতা হাইকোর্টে। গোপন পরিচয়ে এদেশে এসে ঘাপটি মেরে রয়েছে বাংলাদেশের এক সেনা জওয়ান। শুধু তাইই নয়, উত্তর ২৪ পরগনার বারাসতের এক রূপান্তকামীকে বিয়ে করে তাঁর সোনার গয়না এবং লাখ খানেক টাকা হাতিয়ে নিয়েছে ওই সেনাকর্মী। মোবাইল টাওয়ারের লোকেশন থেকে স্পষ্ট হয়েছে, ওই বাংলাদেশি জওয়ান এখন ছত্তিশগড়ে ঘাপটি মেরে রয়েছে। প্রতিবেশী দেশের ক্রমবর্ধমান ভারত বিদ্বেষের আবহে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কোনও বিশেষ কারণ অর্থাৎ গুপ্তচর বৃত্তির লক্ষ্যেই কী এদেশে ঘাপটি মেরে রয়েছে ওই সেনা জওয়ান? 
মামলাকারী রূপ চক্রবর্তী (নাম পরিবর্তিত) নামে ওই রূপান্তকামীর অভিযোগ, ২০২২ সালের জুন মাসে অমিত ভট্টাচার্য নামে ওই ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর ধীরে ধীরে তাঁদের মধ্যে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। মামলাকারীকে বারাসতের নবপল্লি এলাকায় তাঁর বাড়িতেও নিয়ে যান ওই ওই ব্যক্তি। ভালবাসার সম্পর্ক শেষে বিয়ে পর্যন্ত গড়ায়। ওই ব্যক্তি নিজেকে ভারতীয় বলে পরিচয় দেন এবং নিজের আধার কার্ড এবং অন্য পরিচয়পত্রও মামলাকারীকে দেখান। অভিযোগ, বিয়ের পর মামলাকারীর সামনে ধীরে ধীরে প্রকৃত সত্য উঠে আসতে থাকে। একে একে অমিত ভট্টাচার্যর সমস্ত নথি প্রকাশ্যে আসে। রূপের দাবি, ওই ব্যক্তি বাংলাদেশ সেনায় কর্মরত। সেই তথ্যও তাঁর হাতে আসে। সমস্ত কিছু জেনে ফেলায় তাঁর উপর অকথ্য অত্যাচার শুরু হয় বলে দাবি মামলাকারীর। তাঁর কাছ থেকে ৯০ হাজার টাকা এবং আড়াই ভরি সোনার গয়নাও ওই ব্যক্তি ছিনিয়ে নেন বলে অভিযোগ। এখানেই শেষ নয়, এরপর মামলাকারীর কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় ওই ব্যক্তি। বাধ্য হয়ে শেষ পর্যন্ত পুলিসের দ্বারস্থ হন মামলাকারী। এর মধ্যেই অবশ্য বারাসত ছেড়ে অন্যত্র চম্পট দেয় ওই ব্যক্তি। 
দীর্ঘদিন পরও পুলিস ওই ব্যক্তির কোনও খোঁজ করতে না পারায় হাইকোর্টের দ্বারস্থ হন ওই রূপান্তকামী। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি উঠলে পুলিস জানায়, সবরকম ভাবে ওই ব্যক্তির খোঁজ করা হচ্ছে। শেষবার ছত্তিশগড়ে তাঁর মোবাইল টাওয়ার ট্রেস করা গিয়েছে। পুলিসকে আরও একটি সময় দেওয়া হোক। পুলিসের এই বক্তব্য শোনার পর বারাসত পুলিস জেলার সুপারের নেতৃত্বে তদন্তের নির্দেশে দিয়েছেন বিচারপতি ঘোষ। পাশাপাশি বিষয়টির গুরুত্ব বুঝে আদালত এও জানিয়েছে, পুলিস ব্যর্থ হলে, অন্য এজেন্সিকে মামলার ভার দেওয়া হবে। জানুয়ারি মাসে ফের মামলার শুনানি।
8h 8m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা