দেশ

স্বামীর সম্পত্তিতে স্ত্রীর সম্পূর্ণ অধিকার, মামলা বৃহত্তর বেঞ্চে

নয়াদিল্লি: উইলে শর্ত উল্লেখ থাকলে হিন্দু মহিলারা কী স্বামীর সম্পত্তির সম্পূর্ণ মালিকানা পাওয়ার অধিকারী? এই নিয়ে দীর্ঘদিন ধরে আইনি বিতর্ক চলছে। হিন্দু উত্তরাধিকার আইনের ১৪ নম্বর ধারার ব্যাখ্যা নিয়ে সংঘাত মেটাতে এই সংক্রান্ত একটি মামলা উচ্চতর বেঞ্চে শুনানির জন্য পাঠাল দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই সমস্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এর সঙ্গে প্রতিটি হিন্দু মহিলা ও তাঁদের বৃহত্তর পরিবারের অধিকার জড়িয়ে রয়েছে। তাই এই নিয়ে উপযুক্ত বেঞ্চ গঠনের জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করেছেন বিচারপতি পি এস নরসিমহা ও বিচারপতি সন্দীপ মেহতা। 
ঘটনার সূত্রপাত ১৯৬৫ সালে। ওই বছরে কানওয়ার ভান নামে এক ব্যক্তি উইল করেন যে, তাঁর স্ত্রী যতদিন বেঁচে থাকবেন, ততদিন একটি জমির অধিকার ভোগ করবেন। কিন্তু কানওয়ারের স্ত্রীর মৃত্যু হলে ওই জমির অধিকার ফের কানওয়ারের অন্য উত্তরাধিকারীদের কাছে ফিরে আসবে। কয়েক বছর পর কানওয়ারের স্ত্রী ওই জমিটি তাঁর নিজের দাবি করে অন্য একজনের কাছে বিক্রি করে দেন। পরবর্তী সময়ে কানওয়ারের ছেলে ও নাতিরা জমি বিক্রির বিষয়টিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন। একাধিক আদালতে এই মামলা চলেছে।
এর আগে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট রায় দিয়েছিল, যেহেতু উইলে শর্ত ছিল, তাই আইন অনুযায়ী ওই ব্যক্তির স্ত্রীর অধিকার আগেই নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। যদিও হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও আইনি লড়াই জারি রয়েছে। এদিন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, হিন্দু উত্তরাধিকার আইনের ১৪ নম্বর ধারা নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাখা দেওয়া হয়েছে। তাই এই নিয়ে একটি স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।
8h 8m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা