খেলা

জিতলেও এমবাপের চোটে অস্বস্তিতে রিয়াল

বেরগামো: তাঁর ফর্ম নিয়ে উঠেছিল হাজারো প্রশ্ন। ক্লাব ফুটবলে গোল করা প্রায় ভুলতে বসেছিলেন কিলিয়ান এমবাপে। এমনকী, টানা দু’টি ম্যাচে পেনাল্টি থেকেও জাল কাঁপাতে ব্যর্থ হন ফরাসি তারকা। তবে লা লিগায় গত ম্যাচে জিরোনার বিরুদ্ধে স্কোরশিটে নাম তোলেন এমবাপে। ফিরে পান আত্মবিশ্বাস। সেই ধারা বজায় রেখেই মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের আসরে আটালান্টার বিরুদ্ধে জাল কাঁপালেন ফরাসি তারকা। সেই সঙ্গে ইউরোপ সেরার আসরে সম্পূর্ণ করলেন গোলের হাফ-সেঞ্চুরি। অ্যাওয়ে ম্যাচে ৩-২ গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ল কার্লো আনসেলোত্তি-ব্রিগেড। ম্যাচে এমবাপের পাশাপাশি রিয়ালের হয়ে স্কোরশিটে নাম তোলেন ভিনিসিয়াস জুনিয়র এবং জুড বেলিংহ্যাম। আটালান্টার দুই গোলদাতা যথাক্রমে কার্লেস ডে কেটেলারে ও আদেমোলা লুকম্যান। তবে স্বস্তির জয়ের দিনে এমবাপের চোট চিন্তা বাড়াল রিয়াল কোচের। ৩৬ মিনিটে হ্যামস্ট্রিংয়ে টান ধরায় মাঠ ছাড়েন ফরাসি তারকা। কোচ আনসেলোত্তি ম্যাচ শেষে জানান, ‘আশা করছি, এমবাপের চোট গুরুতর নয়। পায়ে টান লাগায় দৌড়াতে সমস্যা হচ্ছিল। তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে ওকে তুলে নিই। মেডিক্যাল টেস্টের পর বোঝা যাবে, কতদিন ওকে বাইরে থাকতে হবে।’ এই জয়ের সুবাদে ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১৮তম স্থানে উঠে এল রিয়াল।
দিনের অপর ম্যাচে জিরোনাকে ১-০ গোলে হারাল লিভারপুল। সেই সঙ্গে টানা ছ’টি ম্যাচে জয় পেল আর্নে স্লটের ছেলেরা। ম্যাচে পেনাল্টি থেকে জাল কাঁপান মহম্মদ সালাহ। ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে দ্য রেডস। সেই সঙ্গে সরাসরি শেষ ষোলোর পথও কার্যত নিশ্চিত করে ফেলল তারা।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেল বায়ার্ন মিউনিখ। অ্যাওয়ে ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও শাখতার ডোনেস্ককে ৫-১ গোলে উড়িয়ে দিল ভিনসেন্ট কোম্পানির ছেলেরা। ম্যাচে জোড়া গোলে নায়ক মিশেল ওলিসে। এছাড়া বায়ার্নের হয়ে জাল কাঁপান যথাক্রমে কোনার্ড লাইমের, টমাস মুলার ও জামাল মুসিয়ালা। ইউক্রেনের ক্লাবটির হয়ে একমাত্র গোলটি কেভিনের। সহজ জয় পেল পিএসজি। অ্যাওয়ে ম্যাচে সালজবার্গকে ৩-০ গোলে হারাল লুইস এনরিকে ব্রিগেড। তবে লেভারকুসেনের কাছে চলতি মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম হারের স্বাদ পেল ইন্তার। ম্যাচের ৯০ মিনিটে নর্ডি মুকেইলের গোলে শেষ হাসি হাসে জাবি আলোন্সো ব্রিগেড।
8h 8m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা