খেলা

ওড়িশার বিরুদ্ধে নিজেকে প্রমাণ করতে মরিয়া ক্লেটন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চোটে জেরবার ইস্ট বেঙ্গল। সাউল ক্রেসপো, দিয়ামানতাকোসের পর চিন্তা বাড়ছে হেক্টর ইউস্তেকে নিয়ে। মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করেননি স্প্যানিশ ডিফেন্ডার। ফিজিওর কাছে রিহ্যাব করেন তিনি। বৃহস্পতিবার ওড়িশা এফসি’র বিরুদ্ধে হেক্টর কি মাঠে নামতে পারবেন? মাঠ ছাড়ার আগে সিনিয়র ডিফেন্ডারের ছোট্ট উত্তর-‘অবশ্যই চেষ্টা করব।’ সূত্রের খবর, বুধবার সকালে হেক্টরকে প্র্যাকটিসে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ। 
আইএসএলে পরপর দুই ম্যাচ জিতে ছন্দে ফেরার মুহূর্তেই মিনি হাসপাতালের আকার নিয়েছে লাল-হলুদ শিবির। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যা উদ্বেগ বাড়াচ্ছে টিম ম্যানেজমেন্টের। সাউলের পরিবর্তে জিকসন সিংকে বক্স টু বক্স মিডিওর ভূমিকায় দেখা যেতে পারে। স্ট্রাইকারে দিয়ামানতাকোসের বিকল্প সেই বর্ষীয়ান ক্লেটন সিলভা। ভুবনেশ্বরে সুপার কাপ ফাইনালে অতিরিক্ত সময়ে ওড়িশার জাল কাঁপিয়ে নায়কের মর্যাদা পেয়েছিলেন অভিজ্ঞ স্ট্রাইকার। কিন্তু চলতি মরশুমে গোলের বুটজোড়া বোধহয় ব্রাজিলে ফেলে এসেছেন তিনি। এখনও পর্যন্ত লক্ষ্যভেদে ব্যর্থ ক্লেটন। ফ্রি-কিক বা কর্নারেও মরচে ধরেছে। ট্রান্সফার উইন্ডোর আগে ক্লেটনকে নিয়ে লাল-হলুদ সমর্থকদের মধ্যে তীব্র জল্পনা। কঠিন সময় কাটিয়ে ছন্দে ফিরতে মরিয়া ক্লেটন। মঙ্গলবার তাঁর মন্তব্য, ‘সেরাটা উজাড় করে দিতে হবে। আমি প্রস্তুত।’ গত ম্যাচে চেন্নাইয়ানের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে বেশ নজর কাড়েন তিনি। যুবভারতীতে আহমেদ জাহুদের রথ থামাতে গেলে ক্লেটনকে ভালো কিছু করতেই হবে। উল্লেখ্য, ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আপাতত একাদশ স্থানে রয়েছে লাল-হলুদ ব্রিগেড। অন্যদিকে, ঘরের মাঠে বেঙ্গালুরু এফসি’কে উড়িয়ে প্রবল আত্মবিশ্বাসী মোর্তাদা ফলরা। কলকাতাতেও সেই ছন্দ বজায় রাখাই লক্ষ্য লোবেরা ব্রিগেডের।
এদিকে, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে এবার বিক্ষোভে শামিল ইস্ট বেঙ্গল সমর্থকরা। কালিন্দি, দমদম, মুকুন্দপুর সহ একাধিক জায়গায় প্রতিবাদ মিছিল করেন তাঁরা। উত্তর কলকাতার শোভাবাজারেও লাল-হলুদ পরিবারের তরফে বড় জমায়েত দেখা যায়।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা