খেলা

আজ বরুসিয়াকে বশ মানাতে তৈরি বার্সেলোনা

ডর্টমুন্ড: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে লড়াইয়ে নামছে বার্সেলোনা। গ্রুপ পর্বে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে দু’দলই চারটি করে জয় পয়েছে। তবে গোল পার্থক্যের নিরিখে জার্মান ক্লাবটির থেকে এক ধাপ এগিয়ে হান্স ফ্লিকের ছেলেরা। বুধবার অ্যাওয়ে ম্যাচে জিতে সেই ব্যবধান আরও বাড়িয়ে নেওয়াই লক্ষ্য বার্সার। পক্ষান্তরে, ঘরের মাঠে জয়ের ছন্দ বজায় রাখতে মরিয়া বরুসিয়া। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে চোট আঘাতে জর্জরিত জার্মান ক্লাবটি। গোড়ালির চোটে দীর্ঘ সময়ের জন্য ছিটকে গিয়েছেন ডিফেন্ডার নিকোলাস সুলে।
ইউরোপ সেরার লড়াইয়ে অতীতে মাত্র দু’বার মুখোমুখি হয়েছে এই দুই দল। ২০১৯-২০ মরশুমে গ্রুপ পর্বে প্রথম লেগে ডর্টমুন্ডে গোলশূন্যভাবে শেষ হয় লড়াই। তবে ফিরতি লেগে ক্যাম্প ন্যুয়ে ৩-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় বার্সা। এবারও বরুসিয়ার চ্যালেঞ্জ টপকাতে তৈরি তারা। তবে গত দু’সপ্তাহে দলের খেলায় ধারাবাহিকতার অভাব কিছুটা হলেও চিন্তায় রাখছে কোচ ফ্লিককে। সব আসর মিলিয়ে শেষ ছয় ম্যাচে মাত্র দু’টিতে জয় পেয়েছেন রবার্ট লিওয়ানডস্কিরা। লা লিগায় গত ম্যাচে রিয়াল বেতিসের বিরুদ্ধে দু’বার এগিয়ে থেকেও পয়েন্ট নষ্ট করে বার্সা। তাই বুধবার বরুসিয়ার বিরুদ্ধে জয়ের সরণিতে ফেরাই লক্ষ্য কাতালন ক্লাবটির।
দিনের অপর ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটির প্রতিপক্ষ জুভেন্তাস। টানা সাত ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছিল পেপ-ব্রিগেড। তবে প্রিমিয়ার লিগে গত ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ফের পয়েন্ট নষ্ট করে সিটিজেনরা (২-২)। ইউরোপ সেরার লড়াইয়ে গত দু’ম্যাচে জয় অধরা কেভিন ডি ব্রুইনদের। পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১৭ নম্বর স্থানে রয়েছে নীল ম্যাঞ্চেস্টার। এমন পরিস্থিতিতে সরাসরি শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে হলে বাকি তিন ম্যাচে জয় ছাড়া কোনও বিকল্প নেই তাদের সামনে। কোচ পেপ গুয়ার্দিওলা অবশ্য বেশি দূরের কথা না ভেবে বুধবারের অ্যাওয়ে ম্যাচ থেকে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চান।
খুব একটা ভালো জায়গায় নেই জুভেন্তাসও। পাঁচ ম্যাচে তাদেরও সংগ্রহ আট পয়েন্ট। ইউরোপ সেরার লড়াইয়ে শেষ তিন ম্যাচে জয় অধরা। তাই বুধবার ঘরের মাঠে ম্যান সিটিকে টেক্কা দিয়ে পুরো পয়েন্ট তুলে নেওয়াই লক্ষ্য থিয়াগো মোতা ব্রিগেডের। অন্য ম্যাচে বুধবার ঘরের মাঠে মোনাকোর মুখোমুখি হবে আর্সেনাল। আর এসি মিলানের প্রতিপক্ষ রেড স্টার বেলগ্রেড।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা