বিদেশ

ইতিহাস গড়লেন মাস্ক! ৪০০ বিলিয়ন ডলারের বেশি সম্পত্তির মালিক টেসলা কর্তা

নিউইয়র্ক, ১২ ডিসেম্বর: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের হয়ে টানা প্রচার করেছিলেন ধনকুবের এলন মাস্ক। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। কিন্তু তার আগেই ইতিহাস গড়ে ফেলেছেন মাস্ক। বিশ্বের প্রথম কোনও ব্যক্তি হিসেবে ৪০০ বিলিয়ন ডলারের বেশি সম্পত্তির মালিক হয়েছেন তিনি। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পর থেকেই সম্পত্তি ক্রমশ বাড়তেই থাকছিল মাস্কের। এবার সেটি অনেকটাই ছাড়িয়ে গিয়েছে বিশ্বের বাকি ধনকুবেরদের তুলনায়। টেসলা কর্তার বর্তমানে সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৪৪৭ বিলিয়ন ডলারে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৩৭ লক্ষ কোটি টাকার কাছাকাছি।  বিগত কয়েকদিন ধরেই মাস্কের স্পেসএক্সের শেয়ারের দাম হু হু করে বেড়েছে। গতকাল, বুধবার টেসলার শেয়ারের দামও সর্বোচ্চস্তরে পৌঁছে যায়। যার ফলে একলাফে অনেকটাই সম্পত্তি বেড়ে গিয়েছে মাস্কের। এমনিতেই বিশ্বের ধনকুবেরদের তালিকায় শীর্ষে রয়েছেন টেসলাকর্তা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাঁর সম্পত্তির পরিমাণও। বিশ্বের ধনকুবেরদের তালিকায় মাস্কের পরেই রয়েছেন জেফ বেজোস। যদিও তাঁর সম্পত্তির পরিমাণ মাস্কের তুলনায় অনেকটাই কম। বেজোসের বর্তমানে সম্পত্তির পরিমাণ ২৪৯ বিলিয়ন ডলার। তৃতীয় স্থানে রয়েছেন মেটা কর্তা মার্ক জুকারবার্গ। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২২৪ বিলিয়ন ডলার। এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ল্যারি এলিসন ও পঞ্চম স্থানে রয়েছেন বার্নার্ড অরনোল্ট। তাঁদের মোট সম্পত্তির পরিমাণ যথাক্রমে ১৯৮ বিলিয়ন ডলার ও ১৮১ বিলিয়ন ডলার।  
7h 7m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা