বিদেশ

‘আমরা কি আমলকি খাব?’ দিল্লির বিরুদ্ধে বিষোদ্গার বিএনপি নেতার

নয়াদিল্লি ও ঢাকা: ভারত বিরোধিতার সুর চড়ছে বাংলাদেশের মাটিতে। তার সঙ্গে শোনা যাচ্ছে হুমকি—‘বাংলা, বিহার, ওড়িশা দখল করে নেব।’ সোমবার সেই হুমকির জবাব দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ‘এত বড় হিম্মত শুধু আপনাদের কেন, কারওই নেই! আপনারা দখল নেবেন, আর আমরা কি বসে বসে ললিপপ খাব?’ পাশাপাশি অশান্তি না ছড়ানোর অনুরোধও করেছিলেন। তার একদিনের মধ্যেই মমতার সেই মন্তব্য নিয়ে নতুন করে বিষোদ্গার করলেন খালেদা জিয়ার দল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। মমতার উদ্দেশে এবার তাঁর মন্তব্য, ‘আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, তাহলে কি আমরা আমলকি খাব?’ 
বাংলাদেশের বিভিন্ন সংগঠনের দায়িত্বপূর্ণ নেতারা প্রকাশ্যেই ভারত বিরোধিতা ও উস্কানিমূলক মন্তব্য করলেও এদেশের কোনও দলের শীর্ষ নেতাই তার পাল্টা জবাব দেননি। মমতাও জানিয়েছিলেন, বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের সিদ্ধান্তের উপর ভরসা রাখছেন তিনি। অন্যদিকে, ভারত ও বাংলাদেশের মধ্যে জটিলতা কাটাতে কূটনৈতিক আলোচনার উপরেই জোর দিয়েছে দিল্লি। তাই কোন প্রেক্ষিতে রিজভি এমন মন্তব্য করলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 
শুধু মমতাকে আক্রমণ করেই থেমে থাকেননি এই বিএনপি নেতা। মঙ্গলবার রাজশাহিতে রাজস্থানের জয়পুরে তৈরি বিছানার চাদর পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন তিনি। এর আগেও রিজভি স্ত্রীর শাড়ি ও নিজের শাল পুড়িয়েছিলেন। এদিন বিছানার চাদর পোড়ানোর পাশাপাশি বাংলাদেশি জামাকাপড় বিক্রি করেন তিনি। বাংলাদেশে হিন্দু ও অন্য ধর্মাবলম্বীদের উপর মৌলবাদীদের অত্যাচারকেও ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন রিজভি। এদিন তিনি আরও দাবি করেছেন, ভারত থেকে বাংলাদেশ পেঁয়াজ আর চাল আর নেবে না। বাংলাদেশে পিঁয়াজের উত্পাদন উদ্বৃত্ত হয় বলেও দাবি তাঁর। যদিও গত রবিবারই ভারত থেকে ১০০ টনেরও বেশি চাল বাংলাদেশে রপ্তানি করা হয়েছে। 
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা