বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
সিনেমা

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নানা মুহূর্ত

জটায়ুর জেদ
জটায়ুর জেদ কিছু কম নয়! ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শুধুমাত্র সংস্কার (রেসটোরেড) করা ছবিই দেখবেন সন্দীপ রায়ের সাম্প্রতিক ‘জটায়ু’ অর্থাৎ অভিনেতা অভিজিৎ গুহ। বৃহস্পতিবার ১১টার শো-এ নন্দন ২-এ অরিবাম শ্যাম শর্মা পরিচালিত ‘ঈশানু’ দেখে সিনে অভিযান শুরু করলেন তিনি। সিনেমা দেখে বেরিয়েই বিড়ম্বনা। জটায়ুকে ছেঁকে ধরলেন সেলফি শিকারিরা। হাসিমুখে আবদার মেটালেন অভিজিৎ।  
দুপুরে ঊষা
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এপিসেন্টার নন্দনে ভরদুপুরে হাজির বর্ষীয়ান সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ। বন্ধু তথা সহকর্মী পুন্নমবাবুর মেয়ে দীপ্তি নির্মলার শর্ট ফিল্ম ‘ওয়ার্ল পুল’ দেখতে নন্দনে গিয়েছিলেন তিনি। বেশ খানিকটা হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলেন। বিশ্রাম নিতে দরজা ঠেলে প্রেস কর্নারে ঢুকলেন। স্বভাবসুলভ রসিকতায় বললেন, ‘ছবিও বানাইনি। অভিনয়ও করিনি। ভয় নেই প্রেস কনফারেন্স করছি না। রেস্ট নিতে বসলাম। হাঁটুটা ভীষণ ভোগাচ্ছে তো।’
পথেই প্রচার
ছবির গল্প এগিয়েছে পথ নাটিকাকে কেন্দ্র করে। তাই পথকেই প্রচারের অঙ্গ করে তুললেন ‘নুক্কড় নাটক’ ছবির কলাকুশলীরা। বৃহস্পতিবার তন্ময়া শেখর পরিচালিত এই ছবির স্ক্রিনিং ছিল রবীন্দ্র সদনে। দুপুর থেকেই হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন পরিচালক, অভিনেতারা। সেখানে হাতে লেখা, ‘আমাদের বই সকলে দেখবেন।’   
গ্লোবে প্রদর্শন
চলতি বছর পুজোর আগেই নতুন রূপে ফিরে এসেছে গ্লোব প্রেক্ষাগৃহ। আর প্রথম বছরেই সেখানে হল কলকাতা চলচ্চিত্র উৎসবের ছবির স্ক্রিনিং। ইন্টারন্যাশানাল সিনেমা বিভাগে ‘দ্য রুম নেক্সট ডোর’ ছবিটি দেখানো হয় বৃহস্পতিবার। তা দেখতে ভিড় জমিয়েছিলেন সিনেপ্রেমীরা।  প্রদর্শনীর উদ্বোধন
প্রখ্যাত পরিচালক তপন সিনহার জন্মশতবর্ষ উপলক্ষ্যে নন্দন ফয়েরে বিশেষ প্রদর্শনীর উদ্বোধন হল বৃহস্পতিবার। উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা বীরভূমের সাংসদ শতাব্দী রায়। ছিলেন ফেস্টিভ্যাল চেয়ার পার্সন গৌতম ঘোষ, তপন সিনহার পুত্র রানা সিনহা, যোগেন চৌধুরী, সুদেষ্ণা রায় প্রমুখ। এ বছর চলচ্চিত্র উৎসবে মার্লন ব্র্যান্ডো, অরুন্ধতী দেবী, সের্গেই পারাজানভ, আক্কিনেনি নাগশ্বররাও, মার্চেল্লো মাস্ত্রোইয়ান্নি, হরিসাধন দাশগুপ্তর মতো ব্যক্তিত্বকে শতবর্ষের শ্রদ্ধাজ্ঞলি নিবেদন করা হচ্ছে। তাঁদের নিয়ে একটি প্রদর্শনীও উদ্বোধন করা হয় গগনেন্দ্র প্রদর্শশালায়।  
প্রিয়ব্রত দত্ত
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাগত উচ্চশিক্ষায় দিনটি বিশেষ শুভ। ধৈর্য ধরে মনোযোগ দিয়ে কাজ করুন সাফল্য পাবেন। অর্থ ও...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৪৮ টাকা৮৭.২২ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.৮১ টাকা
ইউরো৮৮.৪৭ টাকা৯১.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
25th     January,   2025
দিন পঞ্জিকা