বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

বিদ্রোহীরা দামাস্কাসে প্রবেশ করতেই সিরিয়া ছাড়লেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ

দামাস্কাস, ৮ ডিসেম্বর: সিরিয়ায় আসাদ যুগের অবসান। বিদ্রোহী সশস্ত্র বাহিনী দখল নিল সিরিয়ার রাজধানী দামাস্কাসের। ইতিমধ্যেই ব্যক্তিগত বিমানে দেশ ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। বিদ্রোহী সশস্ত্র বাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তরের পথে হাঁটছেন সিরিয়ার প্রধানমন্ত্রী মহম্মদ গাজি আল জালালি। সিরিয়ার রাজধানীতে প্রবেশ করেই বিদ্রোহীরা ঘোষণা করেছে, অত্যাচারী শাসক বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। দামাস্কাস এখন ওই অত্যাচারী শাসকের হাত থেকে মুক্ত। ‘দ্য হায়াত তাহরির আল শাম’ বিদ্রোহী গোষ্ঠী ঘোষণা করেছে, ‘আমাদের কাছে আজকের দিনটি স্মরণীয়। কারণ আজ থেকে সিরিয়ায় অন্ধকার যুগের সমাপ্তি ও নতুন যুগের শুরু।’ আসাদের স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে ২০১১ সাল থেকেই বিক্ষোভ শুরু হয় সিরিয়ায়। পাল্টা সেই বিক্ষোভ থামাতে গিয়ে সিরিয়ায় গৃহযুদ্ধ ডেকে আনেন আসাদ। সেই থেকেই অশান্ত মধ্যপ্রাচ্যের এই দেশটি। আসাদ বাহিনীকে হারিয়ে বিদ্রোহীরা দশ বছর আগেই আলেপ্পো দখল করে। কিন্তু রাশিয়া ও ইরানের বাহিনীর সহায়তায় ২০১৬ সালে বিদ্রোহীদের কোণঠাসা করে আলেপ্পো ছিনিয়ে নেয় আসাদ। তারপরে বিদ্রোহী সশস্ত্র বাহিনীর আন্দোলনে ভাটা পড়ে যায়। পরবর্তীতে আমেরিকা ও পশ্চিমের দেশগুলির মদতে ফের শক্তিশালী হয়ে ওঠে বিদ্রোহীরা। গত কয়েকমাসে আসাদের বিরুদ্ধে অলআউট আক্রমণে নামেন তারা। গত ২৭ নভেম্বর থেকে একে একে আলেপ্পো, হামা ও হোমসের মতো শহর দখল করতে করতে সিরিয়ার রাজধানী দামাস্কাসের দিকে এগিয়ে আসে বিদ্রোহী সশস্ত্র বাহিনী। গতকাল, শনিবার রাতেই দামাস্কাসের কাছাকাছি চলে এসেছিল বিদ্রোহী সশস্ত্র বাহিনী। রাজধানীর দখল নেওয়া শুধুই ছিল সময়ের অপেক্ষা। আজ, রবিবার সকালে সহজেই দামাস্কাসের দখল নিয়েছে তারা। সূত্রের খবর, বিদ্রোহী সশস্ত্র বাহিনীকে আটকাতে কোনও পদক্ষেপই নেয়নি আসাদের বাহিনী। দেশ ছেড়ে প্রেসিডেন্ট পালিয়ে যেতেই সিরিয়ার সেনাবাহিনীর কমান্ডার ঘোষণা করেন বাশার আল আসাদ যুগের অবসান হয়েছে। জানা গিয়েছে, বিদ্রোহী সশস্ত্র বাহিনী সিরিয়ার রাজধানীতে প্রবেশ করতেই দামাস্কাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরে গিয়েছে সেনা ও নিরাপত্তা বাহিনী।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৭৮ টাকা৮৭.৫২ টাকা
পাউন্ড১০৩.৬৮ টাকা১০৭.৩৮ টাকা
ইউরো৮৭.৬০ টাকা৯০.৯৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা