দেশ

মমতার দেখানো পথেই দিল্লি, মহিলাদের মাসে ১০০০ টাকা দেওয়ার ঘোষণা কেজরিওয়ালের

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভান্ডার’ মডেল এবার দিল্লিতেও। আগামী ফেব্রুয়ারিতেই দিল্লিতে হতে পারে বিধানসভা নির্বাচন। তার আগে আজ, বৃহস্পতিবার ১৮ বছরের ঊর্ধ্বে সব মহিলাকে মাসে ১০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। শুধু তাই নয়, ভোটে যদি তাঁর দল জেতে তা হলে এই অঙ্কের পরিমাণ বৃদ্ধি করে ২১০০ টাকা করার প্রতিশ্রুতিও দিয়েছেন আপ প্রধান।
মুখ্যমন্ত্রী আতিশী মারলেনাকে সঙ্গে নিয়ে কেজরিওয়াল জানান, মহিলাদের ক্ষমতায়নের জন্যই দিল্লিতে চালু করা হল মহিলা সম্মান যোজনা। এই যোজনা অনুযায়ী, ১৮ বছরের ঊর্ধ্বে দিল্লিতে যে সকল মহিলারা কোনও সরকারি চাকরি করেন না, যাঁরা কোনও পেনশন পান না এবং যাঁদের আয়কর দিতে হয় না, তাঁদের মাসে ১০০০ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। ভোটের পর রাজ্যে যদি আপ ফের ক্ষমতায় ফেরে, তা হলে এই অঙ্কের পরিমাণ বৃদ্ধি করে ২১০০ টাকা করা হবে। এরপরই বিজেপিকে নিশানা করে কেজরিওয়াল বলেন, “এই প্রকল্পটি অনেক আগেই চালু করতে চেয়েছিলাম। কিন্তু বিজেপি নারীদের উন্নয়ন চায় না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাকে জেলে পাঠিয়েছিল।”
মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, ঝাড়খণ্ডের মতো রাজ্যগুলিও এর আগে মমতার দেখানো পথে সাফল্য পেয়েছে। নির্বাচনে মহিলা ভোট যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সে বিষয়ে সব দলগুলিই অবগত। এবার সেই পথে হাঁটল দিল্লিও।
12h 12m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা