দেশ

ইউনুস সরকার সম্পর্কে হাসিনার সমালোচনা ভারত সমর্থন করে না: বিক্রম মিস্রি

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর: বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে হাসিনার সমালোচনা ভারত সমর্থন করে না। ঢাকা সফর শেষ করে সংসদীয় স্ট্যান্ডিং কমিটির কাছে অবস্থান স্পষ্ট করেছেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এমনই জানানো হয়েছে।
ওই প্রতিবেদন অনুযায়ী, কংগ্রেস সাংসদ শশী থারুর নেতৃত্বাধীন ওই কমিটির কাছে মিস্রি বলেন, “বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক কোনও একটি একক রাজনৈতিক দল বা নির্দিষ্ট সরকার কেন্দ্রীক নয়।” তিনি আরও বলেন, “হাসিনা তাঁর মন্তব্য প্রচার করার জন্য ব্যক্তিগত যোগাযোগ যন্ত্র ব্যবহার করেছেন। ভারত সরকার তাঁকে এমন কোনও সুবিধা প্রদান করেনি, যার মাধ্যমে তিনি ভারতের মাটি থেকে তাঁর রাজনৈতিক কার্যকলাপ চালাতে সক্ষম হন।”
প্রসঙ্গত, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনায় দিল্লির উদ্বেগের কথা ঢাকাকে জানায় মিস্রি। হাসিনা সরকার পতনের পর গত সোমবার প্রথম কোনও গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে বসে ভারত এবং বাংলাদেশ। সকালে বাংলাদেশের বিদেশসচিব মহম্মদ জসীম উদ্দিনের সঙ্গে একান্ত বৈঠক করেন মিস্রি। পরে বাংলাদেশের বিদেশ উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। দুপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, বৈঠকে সংখ্যালঘুদের সুরক্ষা এবং উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। সূত্রের খবর, এই বৈঠকে ধর্মীয় স্থানে হামলার ঘটনাকে দুঃখজনক বলেও অভিহিত করেছেন মিস্রি। তিনি বলেন, “ভারত বাংলাদেশের সঙ্গে সর্বদা একটি পারস্পরিক ইতিবাচক সম্পর্ক চায়। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলায় ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে। সাংস্কৃতিক এবং ধর্মীয় স্থানে একাধিক হামলার বিষয়টিও উত্থাপন কর হয়েছে।”
অন্যদিকে, ওই বৈঠকে ইউনুস বলেন, “বাংলাদেশের জনগণ উদ্বিগ্ন। কারণ, হাসিনা ভারত থেকে অনেক বিরূপ মন্তব্য করছেন। তাঁর মন্তব্যে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মাঝে একটা কালো মেঘ তৈরি হয়েছে। দু’দেশের প্রচেষ্টায় তা নির্মুল করে করে এগিয়ে যেতে হবে।”
14h 14m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা