খেলা

মোহন বাগানের এজিএম আগামী ১৮ জানুয়ারি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বাচনের দামামা বেজে গেল মোহন বাগানে।  মঙ্গলবার ক্লাবের কার্যকরী সমিতির বৈঠকে নির্বাচনী বোর্ড গঠিত হয়। বার্ষিক সাধারণ সভার দিনক্ষণও চূড়ান্ত। এজিএম অনুষ্ঠিত হবে আগামী ১৮ জানুয়ারি। সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই সবুজ-মেরুন তাঁবুতে পারদ চড়ার সম্ভাবনা। এদিকে, ১৫ জানুয়ারি কিংবদন্তি চুনী গোস্বামীর জন্মদিবসে ক্রিকেট অ্যাকাডেমি উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছেন ক্লাব কর্তারা। উপস্থিত থাকবেন ১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য সৈয়দ কিরমানি। পাশাপাশি, ক্লাবের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে জমজমাট গেট টুগেদারের পরিকল্পনাও সারা। দীর্ঘদিন ধরেই অমর একাদশের মূর্তি গ্যালারির নীচে স্থাপনের পরিকল্পনা করছে বর্তমান কমিটি। ইতিমধ্যেই সেনাবহিনীর সঙ্গে কথা বলে সবুজ-সংকেতও মিলেছে। সচিব দেবাশিস দত্তের মন্তব্য, ‘পূর্ণ মর্যাদায় শীঘ্রই গর্বের অমর একাদশের মূর্তি স্থানান্তরিত করা হবে।’
এদিকে, আগামী শনিবার আইএসএলে মোহন বাগানের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স। ঘরের মাঠে আরও একটা জয়ের প্রতীক্ষায় কামিংস, পেত্রাতোসরা। কার্ড সমস্যা মিটিয়ে স্কোয়াডে ফিরবেন শুভাশিস বসু ও আলবার্তো রডরিগেজ। ফলে প্রথম একাদশ বেছে নেওয়াই কোচ হোসে মোলিনার চ্যালেঞ্জ। লিগ টেবিলে এই মুহূর্তে মোহন বাগানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বেঙ্গালুরু এফসি। তবে সুনীলদের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে মোলিনা ব্রিগেড। শেষ পাঁচ ম্যাচে চারটি জয় ছিনিয়ে নিয়েছে পালতোলা নৌকা। ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া তারা। দুরন্ত লিস্টন, মনবীর যে কোনও প্রতিপক্ষের ত্রাসের কারণ। একমাত্র অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন কিছুটা বিবর্ণ। ম্যানেজমেন্ট যদিও আশাবাদী য তাঁর মতো বড় মানের ফুটবলার যে কোনও মুহূর্তে ছন্দে ফিরবেন।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা