খেলা

বরোদার কাছে হেরে ছিটকে গেল বাংলা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মরশুমের পর মরশুম যায়, কোচের কুর্সিতে মুখ বদলায়। কিন্তু ফল বদলায় না। তীরে এসে তরী ডোবার পরম্পরা বজায় রইল বাংলার। এবার সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে বাংলার অভিযান থামল কোয়ার্টার ফাইনালে। শাহবাজ আহমেদের ব্যাট হাতে দুরন্ত লড়াইও শেষ চারের টিকিট তুলে আনতে ব্যর্থ। বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বরোদার কাছে ৪১ রানে হেরে ছিটকে গেলেন সুদীপ ঘরামিরা। মূলত ব্যাটিং ব্যর্থতার জন্যই এমন স্বপ্নভঙ্গ। আসলে সিএবি লিগে খেলা হয় কাস্টমস, ভবানীপুর কিংবা গ্রিয়ারের মতো ছোট মাঠে। সেখানে ভূরি ভূরি রান করে বাংলা দলের ছাড়পত্র পান ক্রিকেটাররা। কিন্তু বড় মাঠে গিয়েই খতম হয়ে যায় সব জারিজুরি। ধারাবাহিকতার অভাবে ভোগেন ক্রিকেটাররা। মুস্তাক আলি ট্রফিতেও তার ব্যতিক্রম হল না।  
টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিল বাংলা। তবে মোক্ষম সময়ে জ্বলে উঠতে ব্যর্থ মহম্মদ সামিরা। বাংলার বোলারদের শাসন করে প্রথম ১০ ওভারেই ৯০ রান তুলে ফেলে বরোদা। ব্যাট হাতে ব্যর্থ বরোদার দুই তারকা হার্দিক (১০) ও ক্রুণাল (৭)। শেষ পর্যন্ত ১৭২ রানে শেষ হয় বরোদার ইনিংস। ছন্দে ছিলেন না সামি। চার ওভারে ৪৩ রান দিয়ে পেয়েছেন দু’টি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে অভিষেক পোড়েল (২২) শুরুতে ঝড় তুললেও তা দীর্ঘস্থায়ী হয়নি। দ্রুত ড্রেসিং-রুমে ফেরেন আত্মবিশ্বাসহীন করণ লাল (৬) ও সুদীপ (২)। ঋত্বিক চ্যাটার্জি করলেন ২৯ রান। মিডল অর্ডারে শাহবাজ কিছুটা লড়লেন। তবে ৩৬ বলে তাঁর ৫৫ রানের ইনিংসও হার বাঁচাতে পারল না।
8h 8m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা