খেলা

নেটে মিডল অর্ডারেই ব্যাটিং রোহিতের

অ্যাডিলেড: দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে পরাজয়ের পর হোটেলের ঘরে শুয়ে-বসে সময় না কাটিয়ে নেটে ঘাম ঝরানোর পরামর্শ দিয়েছিলেন সুনীল গাভাসকর। ভারতীয় শিবিরে সেই বার্তা কতটা পৌঁছেছে বলা মুশকিল, তবে মঙ্গলবার কড়া অনুশীলনেই নিজেদের ডুবিয়ে রাখতে দেখা গেল রোহিত শর্মা, বিরাট কোহলিদের। বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় ম্যাচ খেলতে বুধবার ব্রিসবেন রওনা হবে টিম ইন্ডিয়া। এদিন তাই লাল বলে প্র্যাকটিস চলল অ্যাডিলেড ওভালে। নেটে ব্যাকফুটে খেলার দিকেই বাড়তি নজর দিকে দেখা গেল বিরাটকে। পারথে সেঞ্চুরির পর পিঙ্ক বল টেস্টে দুই ইনিংসেই খোঁচা দিয়ে আউট হয়েছেন তিনি। নিশ্চিতভাবেই দ্রুতগতির গাব্বায় অফস্টাম্পের বাইরের লাইনে তাঁর জন্য গতি ও বাউন্সের ফাঁদ পাতবেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরা। তাই বাড়তি সতর্ক ভিকে।
গোলাপি টেস্টে বিপর্যয়ের ময়নাতদন্ত করতে গিয়ে রোহিতকে ওপেনিংয়ে ফেরার আর্জি জানিয়েছেন গাভাসকর ও রবি শাস্ত্রী। কিন্তু তা সম্ভবত হচ্ছে না। ভারত অধিনায়ক ছয় নম্বরেই হয়তো ক্রিজে যাবেন। এদিনের নেট দেখে তেমন আভাসই মিলেছে। শুরুতে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ব্যাট করেন লোকেশ রাহুল। তারপর যথাক্রমে বিরাট, রোহিত ও ঋষভ পন্থ ব্যাট করতে ঢোকেন। অর্থাৎ, দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে ৩ এবং ৬ করার পরও ওপেনিংয়ে ফেরার কোনও ইচ্ছা দেখা যায়নি হিটম্যানের। তিনি মিডল অর্ডারেই ব্যাট করতে আসেন নেটে। টেস্টে গত ১২ ইনিংসে মাত্র ১৪২ রান এসেছে মুম্বইকরের ব্যাটে। হাফ-সেঞ্চুরি মাত্র একটা। ফলে চাপ ক্রমশ বাড়ছে রোহিতের উপর।
এদিন প্র্যাকটিসে দেখা যায়নি যশপ্রীত বুমরাহকে। বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। প্রথম দুই টেস্টে স্পষ্ট বোঝা গিয়েছে, ভারতীয় আক্রমণ পুরোপুরিই বুমবুম নির্ভর। আর সেজন্যই উদ্বেগ বাড়ছে। ওয়ার্কলোড না কমালে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ক্রমশ ধার কমবে তাঁর। অ্যাডিলেডে দ্বিতীয় দিন পেশিতে টানও ধরেছিল বুমরাহর। মঙ্গলবার নেটে আসেননি আর এক পেসার মহম্মদ সিরাজও। ব্রিসবেনে ভারতকে জয়ের সরণিতে ফিরতে হলে এই দু’জনকেই বাড়তি দায়িত্ব নিতে হবে।
ব্রিসবেনে ভারতের বোলিং আক্রমণ কেমন হওয়া উচিত, তা নিয়ে জোর চর্চা চলছে। কেউ কেউ মনে করছেন, হর্ষিত রানার জায়গায় তৃতীয় পেসার হিসেবে দলে আসুক আকাশ দীপ বা প্রসিদ্ধ কৃষ্ণা। পারথে অভিষেক টেস্টে নজর কাড়লেও চাপের মুখে অ্যাডিলেডে দিশাহারা দেখিয়েছে হর্ষিতকে। আবার চেতেশ্বর পূজারার মতো অভিজ্ঞ ক্রিকেটার হর্ষিতকে খেলানোর পক্ষপাতী। মাত্র একটা টেস্টে ব্যর্থতার পরিপ্রেক্ষিতে কাউকে বাদ দেওয়া ঠিক নয় বলে জানিয়েছেন তিনি। পূজির মতে, একটাই পরিবর্তন হতে পারে দলে। ব্যাটিং গভীরতা বাড়ানোর লক্ষ্যে রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তে প্রথম এগারোয় রাখা যেতে পারে ওয়াশিংটন সুন্দরকে।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা