রাজ্য

রাজ্যের ২৯ লক্ষ পরিবারে পৌঁছেছে নলবাহিত জল, বিধানসভায় জানালেন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  রাজ্যের গ্রামীণ এলাকায় ‌এখনও পর্যন্ত ২৮ লক্ষ ৮৭ হাজার পরিবারে নলবাহিত জল পৌঁছে দেওয়া হয়েছে। ২০২৫ সালের মধ্যে গ্রামের সব বাড়িতে নলবাহিত জল পৌঁছে যাবে। বুধবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে একথা জানালেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। গ্রামের বাড়িতে নলবাহিত জল পৌঁছে দেওয়ার জন্য ১২ হাজার ৫৭৬ কোটি টাকা খরচে মোট ৪১৫টি প্রকল্প রূপায়িত হচ্ছে। এখনও পর্যন্ত খরচ হয়েছে ৯ হাজার ৭৮ কোটি টাকা। বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকের মূল প্রশ্নের পর অতিরিক্ত প্রশ্ন তুলে বিরোধী বিধায়করা অভিযোগ করেন, বাড়িতে সংযোগ দেওয়ার পরও অনেকে জল পাচ্ছেন না। মন্ত্রী চ্যালেঞ্জ দিয়ে বলেন, এরকম কোথায় হলে আমাদের জানান, ব্যবস্থা নেওয়া হবে। তবে পাইপ পাতা হলেই জল পাওয়া যাবে এমনটা কিন্তু নয়। কারণ পা‌ইপ পাতার পরেও নানা সমস্যা থাকে। পাইপ পাতার জন্য রাস্তা খারাপ হলে তা ৪৮ ঘণ্টার মধ্যে মেরামত করে দেওয়া হচ্ছে বলে মন্ত্রী দাবি করেন। রাস্তা মেরামতি করতে দেরি হচ্ছে বলেও বিধায়করা অভিযোগ তুলেছিলেন। মন্ত্রী জানিয়েছেন, ছোট রাস্তা হলে তাঁর দপ্তরই মেরামত করছে। বড় রাস্তার মেরামতির জন্য পূর্ত, পঞ্চায়েত দপ্তরকে টাকা দেওয়া হচ্ছে। 
ইতিমধ্যেই বাড়ি বাড়ি জল প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে আসা ৯৮ শতাংশ অভিযোগ রেকর্ড সময়ে নিষ্পত্তি করেছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। মুখ্যমন্ত্রীর দপ্তরে আসা ৯ হাজার ২৪৯টি অভিযোগের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে ৮ হাজার ৯৮৪টি। বাকি ২৬৫টি জায়গা থেকে আসা অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলেও সূত্রের খবর। কেন্দ্রের পোর্টালের মাধ্যমে আসা ১০৪টির মধ্যে ১০৩টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। সদ্য চালু হওয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসেছে ১ হাজার ৮৩১টি অভিযোগ। যার মধ্যে নিষ্পত্তি করা সম্ভব হয়েছে ১ হাজার ৭৮৮টি অভিযোগ। ইমেলের মাধ্যমে ১০৫টি অভিযোগের মধ্যে নিষ্পত্তি হয়েছে ৯৪টি।
8h 8m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা