রাজ্য

রাতভর লাইন দিয়ে প্রতিবন্ধী সার্টিফিকেট সংগ্রহ করতে হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: প্রতিবন্ধী সার্টিফিকেট সংগ্রহ করার জন্য রাতভর হাসপাতালেই অপেক্ষা করতে হয় আবেদনকারীদের। কেউ ইট পেতে নিজের লাইন রাখেন, কেউ চটের বস্তা রেখে। এই ছবি ক্যানিং মহকুমা হাসপাতালের। হাসপাতালটি থেকে মাসের দ্বিতীয় এবং চতুর্থ মঙ্গলবার করে ৫০ জনকে এই সার্টিফিকেট দেওয়া হয়। তার আগে অবশ্য আবেদন ও প্রয়োজনীয় নথি জমা করার কাজ রোজই চলে। তবে উপচে পড়া ভিড় হয় মঙ্গলবারগুলিতে। কিন্তু ৫০ জন হয়ে গেলে বাকিদের সার্টিফিকেট না নিয়েই ফিরে যেতে হয়। তাই ওই ৫০ জনের মধ্যে থাকার জন্য অনেকেই কোনও ঝুঁকি না নিয়ে রাত থেকে লাইন দিয়ে অপেক্ষা করেন।
বিশ্বজিৎ মণ্ডল নামে এক আবেদনকারী বলেন, আগে দু’দিন এসেছিলাম। কিন্তু ৫০ জন হয়ে যাওয়ায় ফিরে যেতে হয়েছে। তাই এবার রাতেই লাইন দেওয়ার ব্যবস্থা করেছি। হাসপাতালে গিয়ে দেখা গেল, এমন একাধিক আবেদনকারী খোলা আকাশের নীচে মশারি খাটিয়ে রাতে থাকছেন। এই নিয়ে হাসপাতাল সুপার পার্থসারথি কয়াল বলেন, একজন মাত্র অর্থোপেডিক সার্জেন রয়েছেন এখানে। সে কারণেই ৫০ জনের বেশি সার্টিফিকেট দেওয়া যায় না। ডাক্তারের সংখ্যা বৃদ্ধি পেলে আরও শংসাপত্র একদিনে দেওয়া যেত। এদিকে হাসপাতাল সূত্রে খবর, আগামী বছর থেকে প্রতিবন্ধী সার্টিফিকেট দেওয়া হবে মাসের প্রতি দ্বিতীয় ও চতুর্থ বৃহস্পতিবার।-নিজস্ব চিত্র
8h 8m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা