কলকাতা

ভরা এজলাসে গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা খুনের আসামির

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শুনানি চলাকালীন ভরা এজলাসে নিজের গলায় ব্লেড চালিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করল বিচারাধীন এক বন্দি। বুধবার বেলা ১টা নাগাদ হাওড়া সেশন কোর্টের সেকেন্ড এডিজের এজলাসে মামলা চলাকালীন ঘটনাটি ঘটে। বছর পঞ্চাশের জখম বন্দির নাম মঙ্গেশ বাদলিয়া যাদব। মঙ্গেশ মুম্বইয়ের বাসিন্দা। রক্তাক্ত অবস্থায় তাকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কীভাবে মঙ্গেশের কাছে ব্লেড এল, তা খতিয়ে দেখার পর্বে আদালতে পুলিসি নিরাপত্তার খামতি নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের মে মাসে হাওড়া স্টেশনে এক বন্ধুর স্ত্রীকে পেটে ছুরি চালিয়ে খুন করে মঙ্গেশ। ঘটনায় গোলাবাড়ি থানার পুলিসের হাতে গ্রেপ্তার হয় সে। তখন থেকে আদালতের নির্দেশে হাওড়া জেলা সংশোধনাগারে বিচারাধীন বন্দি হিসেবেই ছিল। পরিবারের সদস্যরা মঙ্গেশের সঙ্গে যোগাযোগ না করায় লিগাল এইডের তরফে তাকে আইনি সহায়তা দেওয়া হয়। এদিন মামলার শুনানির জন্য এজলাসে হাজির করা হয় মঙ্গেশকে। প্রত্যক্ষদর্শীদের কথায়, ‘অ্যাকিউসড বক্সে’ দাঁড়িয়ে হঠাৎই পকেট থেকে একটি ব্লেড বের করে মঙ্গেশ বিচারকের উদ্দেশ্যে বলে ওঠে, ‘গুড বাই স্যার’। এরপরেই ব্লেডটি নিজের গলায় বেশ কয়েকবার চালিয়ে দেয় সে। রক্তে ভেসে যায় অ্যাকিউসড বক্স। ঘটনার আকস্মিকতার ঘোর কাটিয়ে জখম মঙ্গেশকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায় পুলিস। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তার গলায় দুটি সেলাই পড়েছে। 
হাওড়া জেলা লিগ্যাল এইড ডিফেন্সের চিফ দেবাশিস মুখোপাধ্যায় বলেন, ‘হয়ত দীর্ঘদিন ধরে ওই বিচারাধীন বন্দি মানসিক অবসাদে ভুগছিল। সে কারণেই এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।’ আদালতের আইনজীবীদের একাংশ বলেন, কোর্টে পেশ করার আগে অভিযুক্তদের ভালো করে তল্লাশি করে নিতে হয়। ওই ব্যক্তি আত্মঘাতী হওয়ার চেষ্টা না করে, অন্য কাউকে হামলাও তো করতে পারত! তার কাছে ধারালো ব্লেড কীভাবে এল, তা পুলিসের খতিয়ে রাখা উচিত, এটা গাফিলতি।’ হাওড়া সিটি পুলিসের এক কর্তা বলেন, ‘কীভাবে ওই বন্দির কাছে ধারালো ব্লেড পৌঁছাল, কার গাফিলতি ছিল, সবটাই খতিয়ে দেখা হচ্ছে।» প্রসঙ্গত, বনগাঁ ঠাকুরনগরের বাসিন্দা পিন্টু বিশ্বাসের সঙ্গে মুম্বইয়ে একই জায়গায় কাজ করত মঙ্গেশ। সেখানেই পিন্টুর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে তার। বিষয়টি দু’জনে তুমুল বচসাও হয়। এরপর স্ত্রীকে নিয়ে পিন্টু বনগাঁয় ফিরে এলেও, প্রতিশোধ নিতে চেয়েছিল মঙ্গেশ। চলতি বছরের ১৫ মে পিন্টুকে স্ত্রী সহ হাওড়া স্টেশনে ডেকে পাঠায় মঙ্গেশ। সে নিজেও মুম্বই থেকে হাওড়া স্টেশনে আসে। পিন্টুকে আনতে পাঠিয়ে ২৩ নম্বর প্ল্যাটফর্মের পার্সেল ডিপার্টমেন্টের কাছে তাঁর স্ত্রীর পেটে ছুরি চালিয়ে খুন করে মঙ্গেশ। 
8h 8m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা