কলকাতা

বিধাননগরের মেয়র ও ডেপুটি পদে পরিবর্তন? সিদ্ধান্ত আজ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরানো হচ্ছে বিধাননগরের মেয়র ও ডেপুটি মেয়রকে? এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে চলেছে আজ, বৃহস্পতিবার। অর্থাৎ ইঙ্গিত মিলবে, নতুন কেউ দায়িত্ব পাবেন কি না। রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের উপস্থিতিতে নগরোন্নয়ন দপ্তরে বিকেল ৩টেয় এই বৈঠক ডাকা হয়েছে। স্থানীয় বিধায়ক, বিধাননগরের কাউন্সিলাররা উপস্থিত থাকবেন এখানে। 
রাজ্যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে হাতে মাত্র একটি বছর। এই সময়কালের মধ্যে যাবতীয় সাংগঠনিক ফাঁকফোঁকর ভরাট করতে চাইছে তৃণমূল। পাশাপাশি, নাগরিক পরিষেবাই যাতে সর্বাধিক গুরুত্ব পায়, সেদিকে বাড়তি নজর দিয়েছে সরকারের শীর্ষ মহল। এক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে মূলত শহরাঞ্চল। কারণ, এবছরের লোকসভা নির্বাচনের ফল শহরের দিকে তৃণমূলের জন্য আশাপ্রদ হয়নি। কেন শহরের মানুষ তৃণমূলের পক্ষে সমর্থন উজাড় করে দেয়নি? অভ্যন্তরীণ পর্যালোচনায় এ নিয়ে বিস্তর কাটাছেঁড়া হয়েছে। তার ভিত্তিতেই পারফরম্যান্স বা
যোগ্যতা যাচাই চলছে পুরসভাগুলির দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিদের। একটা ‘সাফাই অভিযানে’ দল হাঁটতে পারে বলে ইঙ্গিতও মিলেছে তৃণমূলের অন্দর থেকে। রদবদলের একটি তালিকা ইতিমধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জমা দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূল সুপ্রিমো। 
তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবশ্যই কলকাতার সঙ্গে জুড়ে থাকা বিধাননগর পুরসভা। লোকসভা ভোটের নিরিখে তৃণমূলের ফল খুব ভালো হয়নি এই পুর এলাকায়। তাছাড়া নাগরিক পরিষেবা নিয়ে লাগাতার অভিযোগ উঠেছে। সবচেয়ে বেশি ক্ষোভ দেখা গিয়েছে, বিধাননগর পুর এলাকার বিভিন্ন ওয়ার্ডে খারাপ রাস্তা নিয়ে। তার থেকেও গুরুত্বপূর্ণ হল, জুলাই মাসের পর থেকে পুর বোর্ডের কোনও বৈঠকই হয়নি! বিধাননগর যেখানে ‘হেভিওয়েট’ এলাকা হিসেবে চিহ্নিত, উন্নয়নের মাপকাঠিতে সেখানে গত পাঁচ মাসে কেন পুরবোর্ডের বৈঠক হল না? এই প্রশ্নও উঠেছে শীর্ষ নেতৃত্বের আলোচনায়। দলীয় সূত্রে খবর, রিপোর্ট গিয়েছে বিধাননগরের বর্তমান মেয়র কৃষ্ণা চক্রবর্তীর নামে। তৃণমূলের একাধিক প্রথম সারির নেতৃত্ব শীর্ষ মহলের কাছে অসন্তোষ প্রকাশ করেছে বলে দলীয় সূত্রে খবর। সামগ্রিক এই বিষয় আজকের বৈঠকে উঠে আসতে পারে বলে তৃণমূলের তরফে ইঙ্গিত মিলেছে। নতুন মেয়র হিসেবে তুলসী সিনহা রায়ের নামও একটি মহল থেকে উঠে এসেছে। ফলে আজকের বৈঠকে মেয়রকে সরানোর ক্ষেত্রে কোনও আলোচনা বা কাউন্সিলরদের মতামত নেওয়া হয় কি না, নজর সেদিকেই। এছাড়াও ডেপুটি মেয়র অনিতা মণ্ডল, চেয়ারম্যান সব্যসাচী দত্তর পারফরম্যান্স দল খতিয়ে দেখছে। যাঁরা দায়িত্বে রয়েছেন, তাঁদের প্রশাসনিক কাজে গাফিলতির বিষয়ে সতর্ক করা হতে পারে।
8h 8m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা