কলকাতা

আবাস: টাকা হাতিয়ে উপভোক্তাদের নিম্নমানের বাড়ি, অভিযুক্ত প্রাক্তন বিজেপি কাউন্সিলার 

নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: প্রাক্তন বিজেপির কাউন্সিলারের বিরুদ্ধে উঠল আবাসের দুর্নীতির অভিযোগ। উপভোক্তাদের কাছ থেকে জোর করে টাকা নিয়ে নিজের পচ্ছন্দসই মিস্ত্রিদের কাজের বরাত দিতেন তিনি। এর জেরে ক’বছরের মধ্যে ভেঙে পড়ছে বাড়ির একাংশ। অভিনব এই বেনিয়মের অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে বসিরহাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে। যদিও অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন বিজেপি নেতা তপন দেবনাথ। 
জানা গিয়েছে, গত পুরবোর্ডে বসিরহাট পুরসভার ১৪ নং ওয়ার্ডে বিজেপির কাউন্সিলার ছিলেন তপন দেবনাথ। সেই সময় অনেকে ‘হাউস ফর অল’ প্রকল্পে বাড়ি পান। অভিযোগ, বিজেপি কাউন্সিলার তপনবাবু উপভোক্তাদের কাছে ব্যাঙ্কের বই ও টাকা তোলার ফর্মে সই করিয়ে টাকা তুলে নেন। তবে, সেই টাকায় নিজের কাছের লোকদের বাড়ি তৈরি করতে বরাত দিতেন বলে অভিযোগ উঠছে। নমিতা মিস্ত্রি নামে এক উপভোক্তা বলেন, আমি ঘর পাওয়ার পর কাউন্সিলার তপনবাবু আমার সঙ্গে ব্যাঙ্কে যান। টাকা তোলার পরেই তিনি বলেন, আমি ঘর করে দেব। তোমরা ঠিকঠাক ঘর করতে পারবে না। উনি নিজের লোক দিয়ে আমার বাড়ি তৈরি করিয়ে দিয়েছেন। এখন সেই ঘরের অবস্থা ভীষণ খারাপ। জানালা দরজা তৈরি করে দেওয়া হয়নি। কয়েক বছরের মধ্যে প্লাস্টার খসে পড়ছে। অপর উপভোক্তা আল্পনা দেবনাথ বলেন, কাউন্সিলার আমার কাছ থেকে টাকা নিয়ে বলেছিলেন খুব ভালো মিস্ত্রি আছে। সে আপনার বাড়ি করে দেবেন। কিন্তু, এতটাই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হয়েছে তা বলার নয়। বেহাল দশা মাথার উপর ছাদের। এই বিষয়ে বর্তমান ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার ভাস্কর মিত্র বলেন, বিজেপি তৃণমূলের দুর্নীতি নিয়ে বড় বড় ভাষণ দেয়। এখন এলাকার মানুষ বিজেপির প্রাক্তন কাউন্সিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে। 
এনিয়ে প্রাক্তন বিজেপির কাউন্সিলার তপন দেবনাথ বলেন, আমি যখন ওয়ার্ডের দায়িত্ব ছিলাম, কেউ তখন আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করতে পারিনি। এখন আমাকে কালিমালিপ্ত করার জন্য চক্রান্ত করছে তৃণমূল। 
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও গবেষণায় দিনটি শুভ। খাদ্য দ্রব্যের ব্যবসায় অগ্রগতির যোগ। ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের পেশার উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৩ টাকা৮৫.৭৭ টাকা
পাউন্ড১০৬.৫৯ টাকা১১০.৩৫ টাকা
ইউরো৮৭.৭৩ টাকা৯১.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা