বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

পথ দুর্ঘটনায় আহতরা পাবেন দেড় লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসা, ঘোষণা গাদকারির

নয়াদিল্লি: পথ দুর্ঘটনায় আহতদের জন্য এবার ক্যাশলেস চিকিৎসার ব্যবস্থা করবে কেন্দ্র। মঙ্গলবার এমনটাই ঘোষণা করেছেন সড়ক ও পরিবহণমন্ত্রী নীতিন গাদকারি। তিনি জানিয়েছেন, আহতের সাতদিন চিকিৎসার জন্য সর্বোচ্চ দেড় লক্ষ টাকা খরচ করবে সরকার। এই সুবিধা পেতে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পুলিসকে বিষয়টি জানাতে হবে। শুধু তাই নয়, হিট অ্যান্ড রানের ক্ষেত্রেও মৃতের পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে সরকার। জানা গিয়েছে, পুলিস, হাসপাতাল, রাজ্য স্বাস্থ্য দপ্তরের সঙ্গে হাত মিলিয়ে এই কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে থাকবে ন্যাশনাল হেল্থ অথরিটি (এনএইচএ)। 
এদিনের বৈঠকে দেশে সড়ক দুর্ঘটনার ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরেছেন গাদকারি। জানিয়েছে, ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় ১ লক্ষ ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। হেলমেট না পরায় প্রাণ হারিয়েছেন ৩০ হাজার। এছাড়া, স্কুলে ঢোকা-বেরনোর যথাযথ পথ না থাকার কারণে মৃত্যু হয়েছে ১০ হাজার শিশুরই। জানা গিয়েছে, গত বছর ১৪ মার্চ পথ দুর্ঘটনায় আহতদের নগদহীন চিকিৎসা পরিষেবা দিতে চণ্ডীগড়ে পাইলট প্রকল্প শুরু করে সড়ক পরিবহণ মন্ত্রক। গোটা প্রক্রিয়াকে নির্দিষ্ট একটি সিস্টেমের আনারও চেষ্টা চালানো হয়েছে। পরে এই পাইলট প্রজেক্টে আর ছ’টি রাজ্যকে যুক্ত করা হয়। দেখা গিয়েছে, বিভিন্ন বাণিজ্যিক গাড়িতে চালকে ক্লান্তির কারণে দেশে অসংখ্যা দুর্ঘটনা ঘটে। এই বিষয়টিও বিশেষ গুরুত্ব দিচ্ছে মন্ত্রক। গাদকারি জানিয়েছেন, শ্রম আইনের অধীনে বাণিজ্যিক গাড়ি চালকদের কাজের সময়সীমা বেঁধে দেওয়া যায় কি না, তা নিয়ে ভাবনা চিন্তা চলছে। তাঁর সংযোজন, দেশে ২২ লক্ষ প্রশিক্ষিত চালকের ঘাটতি রয়েছে। সার্বিকভাবে দেশের সড়ক পরিবহণ ক্ষেত্রকে আমূল পরিবর্তনের রূপরেখা তৈরি করতে ৬ ও ৭ জানুয়ারি দু’দিন ব্যাপী ওয়ার্কশপ আয়োজন করেছিল মন্ত্রক। তথ্যাভিজ্ঞ মহলের মতে, শুধু চালকের দোষে নয়, খারাপ রাস্তাও অধিকাংশ দুর্ঘটনার জন্য দায়ী। সেবিষয়টিও দেখা দরকার।
14h 14m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৮ টাকা৮৬.৭২ টাকা
পাউন্ড১০৫.৩২ টাকা১০৯.০৫ টাকা
ইউরো৮৭.১৯ টাকা৯০.৫৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা