খেলা

ডার্বির ভেন্যু নিয়ে নাটকে ক্ষুব্ধ ইস্ট বেঙ্গল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী শনিবার আইএসএলের দ্বিতীয় ডার্বি। বহু প্রতীক্ষিত বড় ম্যাচ। কিন্তু ডার্বি কোথায় হবে? যুদ্ধের চারদিন আগেও নীরব এফএসডিএল। উদ্বিগ্ন দুই প্রধানের হাজার হাজার সমর্থক। আবেগের বড় ম্যাচ ঘিরে এমন পরিস্থিতি সত্যিই দুর্ভাগ্যজনক। এবারের ডার্বি মোহন বাগানের হোম ম্যাচ। অর্থাৎ আয়োজক সবুজ মেরুন ম্যানেজমেন্ট। কিন্তু মঙ্গলবার রাত পর্যন্ত তাঁদের মুখেও কুলুপ। যদিও সূত্রের খবর ডার্বির ভেন্যু গুয়াহাটি। কিন্তু সরকারি ঘোষণা না হওয়ায় বিভ্রান্তি চরমে। 
এমন পরিস্থিতিতে প্রচণ্ড ক্ষুব্ধ ইস্ট বেঙ্গল টিম ম্যানেজমেন্ট। ক্ষোভ উগরে দিলেন শীর্ষকর্তা দেবব্রত সরকার। তাঁর মন্তব্য, ‘আমরা অত্যন্ত হতাশ। সূচি অনুযায়ী ম্যাচ হলে হাতে সময় খুব কম। অথচ টিকিট, হোটেল কিছুই কনফার্ম নয়। এভাবে চলতে পারে না।’ একইসঙ্গে মোহন বাগানকে বিঁধতে ছাড়েননি তিনি। দেবব্রত বলেন, ‘প্রায় একমাস আগেই পুলিস নিরাপত্তার সমস্যার কথা জানায়। হাতে এত সময় পেলেও সমস্যা সমাধানে ব্যর্থ আয়োজক দল।’ একইসঙ্গে চক্রান্তের অভিযোগ এনে তাঁর মন্তব্য, ‘হয়তো প্রতিপক্ষ সবই জানে। চাপে ফেলার জন্য শেষ মুহূর্তে আমাদের জানানো হবে।’ গত আইএসএলে-ও এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল ইস্ট বেঙ্গল। সেবার পুজোর মরসুমে বাধ্য হয়ে বদলাতে হয় হোম ম্যাচের ভেন্যু। ভুবনেশ্বরে গোয়ার বিরুদ্ধে খেলতে নামে কুয়াদ্রাতের দল। সেই উদাহরণ তুলে ধরে সুর ছড়াচ্ছে ইস্ট বেঙ্গল। ফ্লাইটের টিকিটের দাম চড়া। পাল্লা দিয়ে বাড়ছে হোটেল খরচ। লাল-হলুদ কর্তার প্রশ্ন, ‘সদস্য, সমর্থকদের ভোগান্তির দায় নেবে কে?’
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা