খেলা

সোমবারও ঘোষণা হল না ডার্বির ভেন্যু

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাকি আর মাত্র কয়েকটা দিন। অথচ সোমবারও ডার্বির চূড়ান্ত ভেন্যু ঘোষণা করতে পারল না এফএসডিএল। তীর্থের কাকের মতো সমর্থকদের অপেক্ষাই সার। সপ্তাহের প্রথম দিন কাজের ফাঁকে অনেকেই ঘন ঘন মুঠোফোন স্ক্রল করেছেন।  রাত পর্যন্ত অপেক্ষাতেও ফল হয়নি। যথারীতি নিশ্চুপ আইএসএল কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, ওড়িশাকে টপকে ডার্বি আয়োজনের ক্ষেত্রে এগিয়ে গুয়াহাটি। তা নিয়ে সোশ্যাল সাইট দিনভর সরগরম। কিন্তু মোহন বাগান টিম ম্যানেজমেন্টের কাছে কোনও সবুজ সঙ্কেত আসেনি। উল্লেখ্য, ২০০৯-২০১০ ফেডারেশন কাপ সেমি-ফাইনালে শেষবার গুয়াহাটিতে মুখোমুখি হয় কলকাতার দুই প্রধান। করিম বেঞ্চারিফার দলকে হারিয়ে ফাইনালে পৌঁছয় ফিলিপ রাইডারের ইস্ট বেঙ্গল। 
১১ জানুয়ারি বড় ম্যাচ। তার ২৪ ঘণ্টা আগেই ঘরের মাঠে পাঞ্জাব এফসি’র বিরুদ্ধে খেলবে নর্থইস্ট ইউনাইটেড। যুদ্ধকালীন তৎপরতায় সব আয়োজন সারতে হবে। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। এবারের ডার্বির আয়োজক মোহন বাগান। গত বছরের ডিসেম্বরেই পুলিস জানিয়েছিল, তারা গঙ্গাসাগর মেলার জন্য অনুমতি দিতে অপারগ। এমনকী চিঠি দিয়ে সবুজ-মেরুন ম্যানেজমেন্টকে তা জানিয়ে দেওয়া হয়। খোদ ক্রীড়ামন্ত্রীও সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেন, কলকাতায় বড় ম্যাচ হচ্ছে না।  মোহন বাগান কর্তারা তখনই এফএসডিএলের কোর্টে বল পাঠিয়ে দেন। কিন্তু গড়িমসি চলছেই। ভিআইপি ট্রিটমেন্ট দিয়ে দুই প্রধানকে হয়তো ভিনরাজ্যে নিয়ে যাওয়া হবে। কিন্তু সমর্থকরা? তাঁদের জন্য হয়তো চরম ভোগান্তি অপেক্ষা করছে। 
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা