দেশ

বিল্ডিং প্ল্যান পাশের আবেদন ফের জানাতে হবে অনলাইনে

প্রীতেশ বসু, কলকাতা: সঙ্কীর্ণ রাস্তার পাশে মাথা তুলছে আট-দশতলা ভবন। এই সেদিনও যেখানে জলাজমি ছিল, সেখানে এখন উঠে গিয়েছে বহুতল আবাসন। অনুমোদিত ফ্লোরের থেকে একটি বা দু’টি তল বেশি তৈরি করে বাড়তি মুনাফা লোটার চেষ্টাও নতুন কিছু নয়। এই ধরনের যথেচ্ছ নির্মাণে রাশ টানতে নজরদারি বৃদ্ধি সহ একাধিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। তারপরও দেখা যাচ্ছে, টাকা-পয়সার বিনিময়ে বা ক্ষমতাশালী মহলে প্রভাব খাটিয়ে এসব নির্মাণের নকশা অনুমোদিত হয়ে যাচ্ছে সংশ্লিষ্ট পুরসভা থেকে। এই প্রেক্ষাপটে রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তর নতুন বছরের শুরুতেই জানিয়ে দিল, এখন থেকে একমাত্র অনলাইনে আবেদন করলে বিল্ডিং প্ল্যানের অনুমোদন পাওয়া যাবে। শুধু তাই নয়, অফলাইনে জমা পড়া যেসব আবেদন এখনও অনুমোদন পায়নি, সেক্ষেত্রে নতুন করে আবেদন করতে হবে অনলাইনে। অফলাইনে বা হাতেহাতে বাড়ির নকশা জমা দেওয়া হলে সেই আবেদন বাতিল বলে গণ্য করা হবে। রাজ্যের সবক’টি পুরসভার জন্য এই নিয়ম লাগু হয়েছে বছরের একদম শুরু থেকে। বিজ্ঞপ্তিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ১ জানুয়ারি বা তার পরবর্তী সময়ে অফলাইনে কোনও বিল্ডিং প্ল্যান অনুমোদন পেলে তার কোনও বৈধতা থাকবে না। ইতিমধ্যে রাজ্যের সমস্ত পুর-কর্তৃপক্ষকে নয়া নিয়ম জানিয়ে দেওয়া হয়েছে।
সূত্রের খবর, কখনও আইনের ফাঁক গলে, কখনও প্রভাব খাটিয়ে পুরসভা থেকে অফলাইনে বিল্ডিং প্ল্যান পাশ করিয়ে নেওয়া হয়। এই সুযোগে যাবতীয় বিধিকে বু‌ড়ো আঙুল দেখিয়ে যত্রতত্র ব্যাঙের ছাতার মতো মাথা তুলছে বহুতল আবাসন, ব্যক্তিগত ঘরবাড়ি, বাণিজ্যিক ভবন। কোনও নতুন নির্মাণ করতে গেলে নিরাপত্তার স্বার্থেই বেশ কিছু
নিয়ম মেনে চলতে হয়। সেসবের তোয়াক্কা না করে নির্মাণকাজ এগিয়ে নিয়ে গেলে পরবর্তী সময়ে নানা বিপত্তি ঘটতে পারে। পুরদপ্তরের কর্তাদের আশা, সর্বত্র এই প্রক্রিয়া অনলাইন ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হলে নজরদারি চালানো যাবে কেন্দ্রীয়ভাবে। কোথাও কোনও দুর্নীতি বা অনিয়মের ইঙ্গিত পেলেই সক্রিয় হবে সংশ্লিষ্ট প্রশাসন। 
প্রসঙ্গত, অনলাইনে বিল্ডিং প্ল্যানের জন্য আবেদন ও অনুমোদনের একটি ‘সিঙ্গল উইন্ডো পোর্টাল’ রাজ্য সরকার চালু করেছে ২০২১ সালের ১৬ আগস্ট থেকে। গত প্রায় তিন বছরে এই পরিষেবায় সাড়া দিয়ে বহু মানুষ অনলাইনে আবেদন করে বাড়ি তৈরির অনুমোদন পেয়েছেন। কিন্তু এই নিয়ম এতদিন বাধ্যতামূলক না থাকায় অসাধু নির্মাণকারীরা নানা কারসাজি করে ইচ্ছেমতো বিল্ডিং তুলে ফেলত। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে এমন প্রবণতা নির্মূল হবে এবং গোটা ব্যবস্থা অনেক বেশি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হবে বলে আশাবাদী প্রশাসনের কর্তারা। 
14h 14m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা