দেশ

রাজঘাটে প্রণবের স্মৃতিসৌধ গড়বে কেন্দ্রীয় সরকার

নয়াদিল্লি: সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী  মনমোহন সিংয়ের শেষকৃত্য ও স্মৃতিসৌধ নির্মাণ নিয়ে গেরুয়া ও হাত শিবিরের তরজা তুঙ্গে। এরই মাঝে রাজঘাটে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ তৈরির কথা জানাল কেন্দ্রীয় সরকার। এজন্য দিল্লির রাজঘাটের রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্সে একটি নির্দিষ্ট জমি চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে এই সংক্রান্ত একটি চিঠি পৌঁছেছে প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের কাছে। এরপরই মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে তাঁকে ধন্যবাদ জানালেন প্রাক্তন কংগ্রেস নেত্রী। শর্মিষ্ঠা জানান, ‘বাবার স্মৃতিসৌধ তৈরির এই সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা কখনও স্মৃতিসৌধ তৈরির কথা বলিনি। তাও বিষয়টি তিনি বিবেচনা করেছেন। অপ্রত্যাশিত হলেও প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ হৃদয় ছুঁয়ে গিয়েছে। বাবা বলতেন, রাষ্ট্রীয় সম্মান চাওয়া উচিত নয়। প্রাপ্য হলে তা মিলবেই। বাবা এখন সমস্ত প্রশংসা বা সমালোচনার ঊর্ধ্বে। তবে মেয়ে হিসেবে এই আনন্দ অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’
16h 16m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা