বিদেশ

তিব্বতে ভয়াবহ ভূমিকম্প, মৃত শতাধিক, নিখোঁজ বহু

বেজিং: গত কয়েকদিন ধরেই চলছে প্রবল শৈত্যপ্রবাহ। রাতের তাপমাত্রা নেমে যাচ্ছে হিমাঙ্কের অনেক নীচে। মঙ্গলবার তেমনই একটা রাত কাটিয়ে উঠেছিল তিব্বতবাসী। কিন্তু ঠিকমতো আড়মোড়া ভেঙে দিন শুরু করার আগেই পায়ের তলার জমি সরে গেল তিব্বতের। প্রবল ভূমিকম্পে ধসে পড়ল একের পর এক বাড়ি। ফাটল ধরল রাস্তায়। রিখটার স্কেলে ততক্ষণে কম্পনের মাত্রা দেখাচ্ছে ৭.১। আর সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ফের কম্পন। একের পর এক। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হল পবিত্র শহর শিগাজে এবং আশপাশের সব জনপদ। ভূমিকম্প এবং আফটারশকের প্রভাব এতটাই ছিল যে কম্পন অনুভূত হল নেপাল, ভুটান, বাংলাদেশ, এমনকী ভারতেও। সিকিম এবং উত্তরবঙ্গ সহ ভারতের বিস্তীর্ণ অঞ্চল মঙ্গলবার সকালেই বুঝে গেল, কাছাকাছিই কোথাও বড় বিপর্যয় হয়েছে। রাত পর্যন্ত খবর, এই দুর্যোগে তিব্বতে ১২৬ জন প্রাণ হারিয়েছেন। জখম কমপক্ষে ১৩০। বহু মানুষের খোঁজ নেই। উদ্ধারকাজ যত এগচ্ছে, ততই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এক একটা চাঙড়ের নীচ থেকে নজরে আসছে নিথর হাত, প্রাণশূন্য শরীর। আকাশপথে চীনা সেনার তোলা ভিডিওতে দেখা যাচ্ছে ভেঙে পড়া হাজারো বাড়ির সারি। বেজিং সূত্রে খবর, এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত আট লক্ষ মানুষ। সংখ্যাটা আরও বাড়তে পারে। ভয়াবহ এই ঘটনায় শোকের ছায়া নেমেছে বিশ্বজুড়েই। শোকপ্রকাশ করেছেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামাও।
স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে অনুভূত হয় প্রথম কম্পন। শিগাজের টিংরি কাউন্টির সোগো টাউনশিপ ছিল ভরকেন্দ্র। কম্পনস্থল, ভূপৃষ্ঠের ১০ কিমি গভীরে। দুর্গম এলাকা টিংরি কাউন্টি। এখানে থাকেন প্রায় ৬১ হাজার মানুষ। বিপর্যয়ের পর এই জনপদের যেদিকে চোখ যাচ্ছে, সেখানেই মৃত্যুর হাহাকার। জোরকদমে চলছে উদ্ধারকাজ। এই ক্ষতির পাহাড়ে দাঁড়িয়েও মানুষ আতঙ্কিত শিগাজে নিয়ে। দ্বিতীয় সর্বোচ্চ বৌদ্ধ ধর্মগুরু পাঞ্চেন লামার বাস এখানে। তবে ইতিমধ্যেই ত্রাণ ও উদ্ধারকাজে সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট জি জিনপিং। যদিও উদ্ধারকাজে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে শীতের কামড়।
এই প্রবল ভূমিকম্পের জেরে নেপালের রাজধানী কাঠমাণ্ডুতেও আতঙ্ক ছড়ায়। প্রাণভয়ে নিরাপদ আশ্রয়ের লক্ষ্যে ছুটেছেন পথচলতি মানুষ। বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে জখম হয়েছেন এক ব্যক্তি। নেপালের তিব্বত সীমান্তবর্তী লোবুচে এলাকায় অন্তত ২০টির বেশি আফটার শক অনুভূত হয়েছে। বাদ যায়নি ভুটানের রাজধানী থিম্পুও। ভারতের সিকিম এবং বিহার তো বটেই, সাত সকালে পশ্চিমবঙ্গেও এই বিপর্যয়ের প্রভাবেই কেঁপে উঠেছে। শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার, কোচবিহার থেকে জলপাইগুড়ি—সর্বত্রই ভূমিকম্প নিয়ে চর্চা চলে দিনভর। 
ভূমিকম্পে বিধ্বস্ত তিব্বতে চলছে উদ্ধারকাজ। শিগাজের টিংরি কাউন্টির সোগো টাউনশিপ পিটিআইয়ের তোলা ছবি।
14h 14m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা