বিদেশ

সাজা শেষ হতেই বাংলাদেশে সাজিদ, ওপারে বসে নিয়ন্ত্রণ করছে এবিটির জঙ্গি কার্যকলাপ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাগড়াগড় বিস্ফোরণে অভিযুক্ত বাংলাদেশিরা সাজা শেষ করে নতুন উদ্যমে ফের জঙ্গি কার্যকলাপ শুরু করেছে। তাদের মূল লক্ষ্য বাংলা ও অসমে অশান্তির বাতাবরণ তৈরি করা। দেশে ফিরে ইতিমধ্যে এই কাজ শুরু করে দিয়েছে খাগড়াগড়-কাণ্ডে জেএমবি’র মূল মাথা সাজিদ ওরফে রহমতুল্লাহ ওরফে বুরহান। সে সীমান্তের ওপারে বসে যোগাযোগ রাখছিল একদা তার জেল-সতীর্থ তথা মুর্শিদাবাদের বাসিন্দা লাল মোহাম্মদ ওরফে ইব্রাহিমের সঙ্গে। দু’জনে মিলে আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) জাল বিস্তার করছিল। কেরল থেকে ধৃত মহম্মদ শাদকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য জানতে পারে অসম পুলিস। আদতে বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা সাজিদকে সেই দেশের হাতে তুলে দেওয়ার খবর যে গোয়েন্দাদের কাছে ছিল না—তা জানতে পেরে অসম পুলিস রীতিমতো বিস্মিত। 
অসম এসটিএফ সূত্রে খবর, ২০১৪ সালের নভেম্বরে কলকাতা বিমানবন্দর এলাকা থেকে ধরা পড়া সাজিদের ১০ বছরের সাজা হয়। সাজার মেয়াদ শেষ হয় ২০২৪-এর ডিসেম্বরে। এরপর ২৭ ডিসেম্বর একটি এনজিওর মাধ্যমে তাকে বাংলাদেশ পুলিসের হাতে তুলে দেওয়া হয়। শাদকে জিজ্ঞাসাবাদ করে আসম এসটিএফ জেনেছে, সাজিদ পশ্চিমবঙ্গে জেলে থাকার সময়েই এবিটি-কে চাঙ্গা করার উদ্যোগ নেয়। সেই কাজে তার সহযোগী ছিল বহরমপুর জেলে বন্দি থাকা লাল মোহাম্মদ। জেলে থাকাকালীন দু’জনে একাধিকবার কথা বলেছে। জেলবন্দি জেএমবি জঙ্গিদের সঙ্গে ফোনে যোগযোগ করে এবিটি সংগঠনের কাজে লাগাতে শুরু করে তারা। লাল মোহাম্মদ এই সদস্যদের সঙ্গে যোগাযোগ করার দায়িত্ব দেয় মুর্শিদাবাদে তার এক সময়ের সতীর্থ মিনারুলকে। তাকে বহরমপুর জেলে ডেকে পাঠিয়ে সমস্ত কাজ বুঝিয়ে দেয় লাল। এরপর সাজা শেষ করে সেপ্টেম্বর মাসে বাইরে এসে পুরোদমে এবিটির নেটওয়ার্ক বাড়াতে কাজ শুরু করে সে। মাঝে বাংলাদেশ গিয়ে জসীমউদ্দিনের সঙ্গেও সে দেখা করে এসেছে বলে খবর। সেখানেই তার সঙ্গে কথা হয় জসীমউদ্দিনের সহযোগী শাদের। পরে মুর্শিদাবাদে শাদ ও নুর তার সঙ্গে দেখা করে গিয়েছে বলে জানা যায়। 
তদন্তে আরও উঠে এসেছে, সাজিদ ডিসেম্বরে বাংলাদেশে ফিরে যাওয়ার পর এবিটির হয়ে পুরোদমে কাজ শুরু করেছে। সাজিদ খাতায়কলমে বাংলাদেশ পুলিসের হাতে আছে বলা হলেও আসলে সে আছে কট্টরপন্থীদের ঘেরাটোপে। সেখানে সে এবিটি চিফ জসীমউদ্দিনের সঙ্গে দেখা করেছে। তার নির্দেশ পেয়ে বাংলদেশে বসে এপার বাংলায় সংগঠন নিয়ন্ত্রণ করছে জঙ্গি সতীর্থদের মাধ্যমে। তদন্তকারীদের দাবি, সাজিদের মূল লক্ষ্য বাংলা ও অসমে বড় ধরনের নাশকতা ঘটানো। সাজিদ ও লালের এই ‘যুগলবন্দি’ গোয়েন্দাদের চিন্তা বাড়িয়েছে। সেই সঙ্গে জেলবন্দি অবস্থায়ও তারা যেভাবে মোবাইলে যোগাযোগ রাখছিল, তাতে জেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এমনকী, তদন্তকারী সংস্থাগুলিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কীভাবে সাজিদকে বাংলাদেশে ফেরত দেওয়া  হল, তা নিয়েও বিভিন্ন স্তরে চর্চা শুরু হয়েছে বলে খবর।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা