খেলা

শরীর সঙ্গ দিল না,আক্ষেপ বুমবুমের
 

সিডনি: রবিবার যশপ্রীত বুমরাহর অভাব ভোগাল ভারতকে। পিঠে ব্যথার কারণে দ্বিতীয় ইনিংসে এক ওভারও বল করতে পারেননি তারকা পেসার। সেই সুযোগ কাজে লাগিয়ে দীর্ঘ ১০ বছর পর বর্ডার-গাভাসকর ট্রফির দখল নিয়েছে অস্ট্রেলিয়া। তাই সিরিজের সেরা হয়েও মন ভালো নেই বুমবুমের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘চোটের কারণে বল করতে পারিনি। মাঠে রয়েও এভাবে বসে থাকাটা খুবই দুঃখের। কিন্তু শরীর সঙ্গ না দিলে কিছু করার থাকে না।’
বর্ডার-গাভাসকর ট্রফিতে স্বপ্নের ফর্মে ছিলেন বুমরাহ। একার কাঁধে ভারতীয় বোলিংকে টানছিলেন। সিরিজে সর্বাধিক ৩২টি উইকেট নিয়েছেন তিনি। তবে মোক্ষম সময়ে চোটের ধাক্কায় আটকে যান বুমবুম। তাঁর কথায়, ‘প্রথম ইনিংসে দ্বিতীয় স্পেলের সময় সমস্যা হচ্ছিল। তাই মাঠ ছাড়তে হয়।’ তৃতীয় দিন খেলা শুরুর আগে সিরাজ, প্রসিদ্ধদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা গিয়েছিল ভারতীয় তারকাকে। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওদের বলছিলাম, বিশ্বাস হারিও না। টেস্ট ক্রিকেটে পরিস্থিতি অনুযায়ী সেরাটা মেলে ধরা খুবই জরুরি। আর অস্ট্রেলিয়ায় খেলা বরাবরই চ্যালেঞ্জিং। তবে আমাদের টিমে প্রতিভার অভাব নেই। অনেকেই প্রথমবার অস্ট্রেলিয়ায় খেলতে এসেছিল। এই সফর থেকে শিক্ষা নিয়ে তারা ভবিষ্যতে আরও পরিণত হবে। সিরিজ হারলেও আমরা মরিয়া লড়াই করেছি। তবে যোগ্য দল হিসেবেই অস্ট্রেলিয়া সিরিজ জিতেছে।’
ট্রাভিস হেডও প্রশংসায় ভরিয়েছেন বুমরাহকে। তিনি বলেন, ‘বুমরাহ অসাধারণ বোলার। এই সিরিজে ওর পারফরম্যান্স টেস্টে আমার দেখা সেরা।’
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা