রাজ্য

দেদার টোকেন চুরি, লোকসান কমাতে ভরসা কাগজের টিকিট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় রেলের অধীনে থাকা জোনগুলির মধ্যে ধারাবাহিক লোকসানের দৌড়ে সবচেয়ে এগিয়ে কলকাতা মেট্রো। অভ্যন্তরীণ মূল্যায়নে ফি বছর রাজস্ব ক্ষতির বহর বাড়ানোর অন্যতম কারিগর হিসেবে চিহ্নিত হয়েছে টোকেন। কাগজের টিকিটের বদলে ২০১০ সালে নর্থ-সাউথ করিডরে চালু হয়েছিল এই টোকেন ব্যবস্থা। এক যুগ পর সেই টোকেন পর্যায়ক্রমে তুলে দিতে চাইছে রেল। মেট্রো ভবনের এক শীর্ষ কর্তার কথায়, গত ১৪ বছরে প্রায় ৫৩ লক্ষেরও বেশি টোকেন তৈরি করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের হলেও সত্যি যে, তার মধ্যে প্রায় ৩১ লক্ষ টোকেন খোয়া গিয়েছে। তিনি বলেন, স্রেফ চুরির উদ্দেশ্যে যে যাত্রীরা টোকেন নিয়ে বাড়ি চলে যাচ্ছেন, সব সময় তেমনটা নয়। অনেকে প্রথম মেট্রো চড়ার স্মৃতি হিসেবেও এই টোকেন নিজের সংগ্রহে রেখেছেন। যাই হোক, যাত্রীদের একাংশের এই গচ্ছিত রাখার মানসিকতার কারণেই মেট্রোর ভাঁড়ারে এখন টোকেন ‘বাড়ন্ত’। যার জেরে লোকসান বেড়েই চলেছে। কেননা, এই মুহূর্তে এক-একটি টোকেন তৈরি করতে খরচ পড়ে প্রায় ৪৫ টাকা। ফলে দেদারে টোকেন চুরির ঘটনায় মেট্রোর রাজকোষ ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। বিকল্প হিসেবে তাই এখন কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে কিউআর কোড ছাপা কাগজের টিকিট চালু করা হয়েছে। সেকারণে প্রতিটি স্টেশনে স্মার্ট গেটগুলিতে কিউআর কোড প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
যাত্রীদের অভিযোগ, এই নয়া ব্যবস্থা কার্যকরের আগে মেট্রোর রেল কর্তৃপক্ষ কোনও প্রচার করেনি। ফলে নতুন যাত্রীদের খুব সমস্যা হচ্ছে। শীতের মরশুমে শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখতে দূরবর্তী জেলা থেকে হাজার হাজার যাত্রী কলকাতা এসে মেট্রো রেলে ওঠেন। সংশ্লিষ্ট যাত্রীদের কাছে এই ব্যবস্থা সম্পূর্ণ নতুন হওয়ায় নিত্যদিন নানা জটিলতা তৈরি হচ্ছে। কেননা, টোকেন ব্যবস্থায় স্মার্ট গেটের বিশেষ স্থানে তা স্পর্শ করলেই গেট খুলে যায়। যাত্রীরা প্ল্যাটফর্মে যাওয়ার ছাড়পত্র পান। সফর শেষে সেই টোকেন ফের স্মার্ট গেটের নির্দিষ্ট জায়গায় ফেললে সেই গেট আবার আপনা আপনি খুলে যায়। অবশ্য নির্দিষ্ট দূরত্বের যাত্রা শেষে উপযুক্ত মূল্যের টোকেন মেশিনে জমা পড়লে তবেই দরজা খোলে এবং যাত্রীরা স্টেশনের বাইরে যেতে পারেন। টোকেন মূল্য কম কিংবা বেশি হলে গেট খোলে না। সেক্ষেত্রে যাত্রীদের জরিমানা করা হয়। এক্ষেত্রে কিউআর কোড ভিত্তিক কাগজের টিকিটে যাতায়াত খানিক ভিন্ন। মেশিনের নীচের দিকে বিশেষ একটি স্ক্যানারের সামনে ওই টিকিট ধরতে হয়। তবেই গেট খোলা-বন্ধ হয়। সেই স্ক্যানার কোথায় রয়েছে, তা কার্যত হাতড়ে বেড়াচ্ছেন বহু যাত্রী। মেট্রোয় অপর্যাপ্ত কর্মীর জেরে হাতেকলমে দেখানোর লোক মিলছে না। নিত্যযাত্রীরা চলার ফাঁকে যেটুকু পারছেন সাহায্য করছেন তাঁদের।
23h 23m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা