রাজ্য

পার্থ‑অর্পিতা-কুন্তলদের বিরুদ্ধে ‘রুদ্ধদ্বার’ কক্ষে বিচার শুরু ১৪ জানুয়ারি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, সুজয়কৃষ্ণ ভদ্রদের বিরুদ্ধে আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মূল মামলার বিচার প্রক্রিয়া। কলকাতার বিচারভবনের বিশেষ আদালতে কড়া নিরাপত্তায় রুদ্ধদ্বার কক্ষে চলবে এই শুনানি। প্রথম পর্যায়ে ১৪, ২০ ও ২৭ জানুয়ারি চলবে এই মামলার সাক্ষ্যদানপর্ব। সোমবার এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুসহ ৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল। মঙ্গলবার অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, তাপস মণ্ডলসহ ৪৭ জনের বিরুদ্ধে টাকা তছরুপ প্রতিরোধক আইনে চার্জ গঠন করা হয়। যদিও চার্জ গঠনের পর প্রত্যক অভিযুক্তই এদিন দাবি করেন যে, ‘তাঁরা নির্দোষ।’ যদিও বিচারক বলেন, প্রত্যকেরই বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য‑প্রমাণ রয়েছে। সেই মর্মে তদন্তকারী সংস্থা ইডি আদালতে চার্জশিটও পেশ করেছে। আর তাই প্রত্যকের বিরুদ্ধে পৃথক পৃথক অভিযোগের ভিত্তিতে এই মামলায় চার্জ গঠন করা হল। এই মামলায় অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামী ও কাকুর আইনজীবী সোমনাথ সান্যাল এদিন বলেন, মামলার শুনানি শুরু হলে আমরা আমাদের বক্তব্য তুলে ধরব। তবে বন্ধ এজলাসে কেন মামলার শুনানি হবে, তা আমাদের কাছে বোধগম্য নয়। 
এদিকে, এদিন চার্জ গঠনের সময় অভিযুক্ত কুন্তল ঘোষ বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। নানা সময়ে কেন্দ্রীয় বঞ্চনার কথা বলায় আমাকে এই মামলায় ফাঁসানো হয়েছে। আমি সম্পূর্ণ নির্দোষ। তাই আমাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। ওই কথা শোনার পরই বিচারক উষ্মা প্রকাশ করে বলেন, ওসব কথা মাঠে‑ময়দানে গিয়ে বুলন। একথা বলার জায়গা এটা নয়। অর্পিতা হাতজোড় করে বলেন, আমি এই ঘটনার বিষয়ে কিছুই জানি না। আমি কোনোদিন কোনও সরকারি পদে ছিলাম না। জীবনে কোনও অনৈতিক কাজকর্মও করিনি। বিশ্বাস করুণ, আমি সম্পূর্ণ নির্দোষ। এদিন চার্জ গঠন করা হয়েছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যা঩য়ের জামা‌ই কল্যাণময় ভট্টাচার্যেব বিরুদ্ধেও। চার্জ গঠনের সময় বিচারক বলেন, ওঁর বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। তাই উনি তাঁর দায়িত্ব অস্বীকার করতে পারেন না। সব মিলিয়ে এদিন বিভিন্ন অভিযুক্ত সংস্থাসহ অভিযুক্তদের নিয়ে মোট ৪৭ জনের বিরুদ্ধে গঠিত হল চার্জ। ওই আইনি প্রক্রিয়া অনুসারেই চলবে এই মামলার শুনানি।
16h 16m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা