রাজ্য

সই নকল করে সাড়ে ৪৩ লক্ষ টাকার লিজ জমি জালিয়াতি রুখল ভূমিদপ্তর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজস্বের ক্ষতি রুখতে রাজ্য ভূমি ও ভূমি সংস্কার দপ্তর জিরো টলারেন্স নীতি অনুসরণ করে থাকে। আর সেই সূত্রেই ধরা পড়ে গেল এক আইএএস অফিসারের (তৎকালীন সিনিয়র স্পেশাল সেক্রেটারি) সই নকল করে বড় ধরনের জলিয়াতির চেষ্টা। এই ঘটনায় জড়িত লোকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে নবান্ন সরাসরি পুলিসকে চিঠি দিল। এই অপরাধের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৩৬ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলে মঙ্গলবার ভূমিদপ্তরের তরফে চিঠি দেওয়া হয়েছে হাওড়ার গোলাবাড়ি থানার আইসিকে। 
প্রসঙ্গত, বৃহস্পতিবারের প্রশাসনিক বৈঠক থেকেই ভূমিসংস্কার দপ্তরে ঘুঘুর বাসা ভাঙার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে আগে থেকেই তৎপর প্রশাসন। বর্তমানে ভূমিদপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব বিবেক কুমারের নেতৃত্বে কোমর বেঁধে মাঠে নেমেছে দপ্তর। শুধু তাই নয়, এমন ধরনের অপরাধের বিরুদ্ধে টানা অভিযান চালাতে প্রয়োজনীয় ব্লু-প্রিন্টও তৈরি হয়েছে বলে সূত্রের খবর। 
সূত্রের খবর, হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় আমিতাভ সিনহা নামে এক ব্যক্তি এবং আরও কয়েকজনকে মোট ০.৮০৫৫ একর জমির দীর্ঘমেয়াদি লিজের আর্জি মঞ্জুর করেছিল ভূমিদপ্তর। দপ্তরের শীর্ষ কর্তারা অনুসন্ধান করে জানতে পারেন যে, এই লিজ প্রাপকরা সরকারের পূর্ব অনুমতি ছাড়াই, তার মধ্যে ০.২৮০৪ একর জমি লি প্লাস্টিক প্রাঃ লিঃ এবং অপূর্ব সিনহাকে ০.০৬৬০ একর লিজ জমি বরাদ্দ করেন। পরবর্তীকালে, লি প্লাস্টিক প্রাঃ লিঃ এবং অপূর্ব সিনহা ০.৩৪৬৪ একর জমির পোস্ট ফ্যাক্টো নিয়মিতকরণের জন্য ভূমিদপ্তরের কাছে আবেদন করেন। এই সংক্রান্ত বিষয়ে ভূমিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘অ্যাসাইনমেন্ট মূল্য’ বাবদ প্রায় সাড়ে ৪৩ লক্ষ টাকা লি প্লাস্টিক প্রাঃ লিঃ এবং অপূর্ব সিনহাকে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, এই টাকা দপ্তরে জমা না দিয়েই অপূর্ব ই-মেল মারফত দপ্তরকে তৎকালীন সিনিয়র স্পেশাল সেক্রেটারির স্বাক্ষরিত একটি স্মারক বা অনুমতিপত্র পাঠান। এই স্মারক অনুযায়ী তাঁকে ০.০৬৬০ একর জমি সাব লিজ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। তবে এই নথির নম্বর মিলিয়ে দেখামাত্রই চক্ষু চড়কগাছ হয় দপ্তরের আধিকারিকদের। এমন কোনও কাগজ তাঁকে দেওয়া গিয়েছিল বলে কোনও উল্লেখই পাওয়া যায় না রাজ্যের তথ্যভাণ্ডারে। দপ্তরে বা জেলা অফিসে এমন কোনও ফাইলও খুঁজে না পাওয়ায় সন্দেহ আরও বাড়ে দপ্তরের আধিকারিকদের। তার পরেই অপূর্বকে শুনানির জন্য ডেকে পাঠায় ভূমিদপ্তর। 
প্রশাসন সূত্রের খবর, সেখানেই অপূর্ববাবু জানান, ইনোভেটিভ ইনফো ওয়ার্ল্ড প্রাঃ লিঃ নামক এক সংস্থাকে তিনি এই সংক্রান্ত সমস্ত দায়িত্ব দিয়েছিলেন। এই সংস্থাই তাঁর হয়ে সমস্ত কাজ করেছে। বিতর্কিত স্মারকটিও ইনোভেটিভ ইনফো ওয়ার্ল্ড প্রাঃ লিমিটেড কর্তৃপক্ষই তাঁকে দিয়েছিল। এর পরেই, মঙ্গলবার ভূমিদপ্তরের ডেপুটি সেক্রেটারির তরফে চিঠি লেখা হয় পুলিসকে। 
এই বিষয়ে ভূমিদপ্তরের এক পদস্থ কর্তা জানিয়েছেন, এই দপ্তরকে দুর্নীতিমুক্ত করতে এবং দপ্তরের কাজে স্বচ্ছতা আনতে এই দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা হয়েছে। আগামী দিনে এই ঘটনার পুনরাবৃত্তি রুখতে আরও কঠোর পদক্ষেপ করা হবে।
15h 15m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা