দেশ

দিল্লি বিধানসভার নির্বাচন: ৫ ফেব্রুয়ারি একদফাতেই ভোট, জানাল জাতীয় নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ৭ জানুয়ারি: দিল্লিতে দঙ্গল! অবশেষে বেজেই গেল দিল্লির বিধানসভা নির্বাচনের দামামা। আজ, মঙ্গলবার দুপুরে দিল্লির বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। তাতে তিনি ঘোষণা করেছেন আগামী ফেব্রুয়ারি মাসের ৫ তারিখে ভোটগ্রহণ হবে দিল্লিতে(বুধবার)। গণনা ৮ ফেব্রুয়ারি (শনিবার)। দিল্লি বিধানসভায় রয়েছে ৭০টি আসন। একদফাতেই ভোটগ্রহণ হবে দেশের রাজধানীতে। আজ, মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশন ভোট ঘোষণা করাতে দিল্লিতে লাগু হয়ে গেল আদর্শ আচরণ বিধি। এদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, দিল্লির বিধানসভা ভোটের জন্য আগামী ১০ জানুয়ারি গেজেট নোটিফিকেশন ইস্যু করা হবে। ১৭ জানুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। ২০ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ, বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আর এই ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতেই রাজনৈতিক মহলে উত্তেজনা বাড়ছে। এমনিতেই কনকনে ঠাণ্ডায় জবুথবু দিল্লিবাসী। আর সেই হাড়হিম করা ঠাণ্ডার মাঝে ভোটের বাদ্যি বেজে যাওয়ায় পারদ চড়ছে দেশের রাজধানীতে। এমনিতেই দিল্লির বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই বাকযুদ্ধে নেমেছে বিজেপি-আপ ও কংগ্রেস। একে ওপরকে কটাক্ষ করতে ছাড়ছেন না তিন রাজনৈতিক দলের নেতারা। দিল্লিবাসীও প্রস্তুত এই তিন রাজনৈতিক দলের টক্কর দেখতে। ইতিমধ্যেই দিল্লি বিধানসভা নির্বাচনের কথা মাথাতে রেখে প্রার্থী তালিকা প্রকাশ করেছে আম আদমি পার্টি, বিজেপি ও কংগ্রেস। শাসক দল আপ ইতিমধ্যেই একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করেছে। দিল্লিতে ফের ক্ষমতাতে ফিরলে একাধিক সামাজিক প্রকল্প চালুর প্রতিশ্রুতিও দিয়েছেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। অপরদিকে আবগারি দুর্নীতি মামলায় আপকে ক্রমাগত কোণঠাসা করছে গেরুয়া শিবিরও। দিল্লি বিধানসভার ভোটে প্রচারের জন্য থিম সংও বানিয়েছে আম আদমি পার্টি। আজ, মঙ্গলবার সেই থিম সং লঞ্চ করে আপ নেতৃত্ব।
1d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা