দেশ

অবশেষে মিল্কিপুরে ভোট ঘোষণা, অযোধ্যায় ফের প্রেস্টিজ ফাইট বিজেপির

নয়াদিল্লি: গত বছরের লোকসভা ভোটে রামমন্দির ইস্যুতে বাজি ধরেছিল বিজেপি। ভোটের আগে সাড়ম্বরে মন্দিরের উদ্বোধন করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু শেষপর্যন্ত উত্তরপ্রদেশের ফৈজাবাদ আসনে মুখ থুবড়ে পড়েছিল গেরুয়া শিবির। এই কেন্দ্রের মধ্যেই রয়েছে হিন্দুত্ব রাজনীতির আঁতুড় ঘর অযোধ্যা। লোকসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার সঙ্গে এই কেন্দ্রে পরাজয় ছিল বিজেপির কাছে কাটা ঘায়ে নুনের ছিটের মতো। মঙ্গলবার ফৈজাবাদের অন্তর্গত মিল্কিপুর বিধানসভা আসনে উপ নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। ভোট ৫ ফেব্রুয়ারি। গণনা ৮ ফেব্রুয়ারি। এই আসনের সমাজবাদী পার্টি (সপা) বিধায়ক অবধেশ প্রসাদ লোকসভা ভোটে ফৈজাবাদ থেকে জয়ী হয়েছিলেন। ফলে মিল্কিপুর আসন ফাঁকা হয়েছিল। সপা সাংসদের ছেড়ে আসা আসনে জিতে লোকসভা ভোটের বদলা নিতে মরিয়া গেরুয়া শিবির। এজন্য রীতিমতো আঁটঘাট বেঁধে নেমেছে তারা। 
কিছুদিন আগে যোগীরাজ্যে ৯টি বিধানসভা আসনের উপ নির্বাচন হয়েছিল। ওই সময়ই মিল্কিপুরেও ভোট হওয়ার কথা ছিল। কিন্তু আচমকাই অযোধ্যা এলাকার এই আসনের উপ নির্বাচন স্থগিত রেখেছিল কমিশন। অখিলেশ যাদবের দল দাবি করেছিল, বিজেপিকে সুবিধা করে দিতেই এই সিদ্ধান্ত। ৯ আসনের উপ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছিল। সপা তথা বিরোধীদের অভিযোগ, পুলিস-প্রশাসনকে কাজে লাগিয়ে কার্যত ভোটের নামে প্রহসন করেছিল বিজেপি। ওই দফায় ৯টির মধ্যে সাতটিতেই জিতেছিল গেরুয়া শিবির। এবার মিল্কিপুরও সপার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ফৈজাবাদে হারের ধাক্কা সামাল দিতে চাইছে রাজ্যের শাসক দল। 
ফৈজাবাদে জয় ছিনিয়ে নেওয়ার পর অখিলেশ বিজেপি, গেরুয়া দলের হিন্দুত্বের রাজনীতিকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। তারপর থেকে সংসদে বরাবর অখিলেশের পাশে দেখা গিয়েছে অবধেশকে। সপার এই আক্রমণের ধার ভোঁতা করতে মিল্কিপুরের ভোট বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এই আসনের জাতিগত সমীকরণও বিজেপি ও সপা-উভয় শিবিরের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সাড়ে তিন লক্ষ ভোটারের মধ্যে দলিতই ১.২ লক্ষ। যাদব ৫৫ হাজার, মুসলিম ৩০ হাজার। এছাড়া ৬০ হাজার ব্রাহ্মণ, ২৫ হাজার ক্ষত্রিয় ভোটারও জয়-পরাজয় নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলিতদের সঙ্গে ব্রাহ্মণ, ওবিসি ও ক্ষত্রিয় ভোট টানতে পারলেই এখানে কিস্তিমাত করা সম্ভব বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আসন্ন উপ নির্বাচনে অখিলেশের পিডিএ ফর্মুলা তাঁকে ডিভিডেন্ড দেবে, নাকি হিন্দুত্বের রাজনীতিতে বিজেপি জাতিগত সমীকরণ বদলে দিতে পারবে, তার উত্তর জানা যাবে ৮ ফেব্রুয়ারি।
19h 19m ago
ব্ল্যাকবোর্ড
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা