রাজ্য

কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের ছবি ব্যবহার করে এবার প্রতারণার ফাঁদ

সংবাদদাতা, পতিরাম: সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের ছবি ব্যবহার করে সাধারণ মানুষকে ঋণের টোপ দিচ্ছে জালিয়াতরা। ‘সুদ ছাড়াই ঋণ পাওয়া যাবে’ এমন ভুয়ো পোস্ট দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজে। এই ভুয়ো পোস্টগুলি নজরে পড়তেই মন্ত্রী সুকান্ত মজুমদার পুলিস সুপারের দ্বারস্থ হয়েছেন। প্রতারকদের ফাঁদে পা না দেওয়ারও বার্তা দেন সুকান্তবাবু।  পুলিস সূত্রে খবর, ওই ভুয়ো পোস্টে ঋণের আবেদনের লিঙ্কও দেওয়া হয়েছে। ওই লিঙ্কে ক্লিক করলেও সোজা সাইবার প্রতারিতদের ফাঁদে পড়বে বলেই পুলিস জানাচ্ছে। শুধু সুকান্তর মুখের ছবিই নয়,অন্য কেন্দ্রীয় মন্ত্রীরও ছবি ব্যবহার করছে সাইবার প্রতারকরা। 
দক্ষিণ দিনাজপুর জেলায় সাইবার প্রতারকদের ফাঁদে পড়ে কোটি কোটি টাকা হাপিস হচ্ছে বহু মানুষের। নিত্যনতুন প্রতারণার ছক কষছে প্রতারকরা। এবার নেতামন্ত্রীর ছবি ব্যবহার করে প্রতারণার নতুন ছক। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্তর ছবি ব্যবহার করে এই প্রতারণা সামনে আসতেই নড়েচড়ে বসেছে পুলিস। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে দক্ষিণ দিনাজপুরের পুলিস সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন। 
সুকান্তবাবু বলেন, আমার ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় কোনও অ্যাপ থেকে লোন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। আমি এনিয়ে এসপির কাছে অভিযোগ দায়ের করেছি। আশা করছি, জেলাপ্রশাসন ও রাজ্য প্রশাসন এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে।
কিছুদিন আগে উত্তরবঙ্গের আইজির ব্যক্তিগত সচিবের নাম করে বালুরঘাট সদর ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদকে ভুয়ো ফোন করা হয়। এরপর আবাসের টাকার জন্য বিডিও’র নাম করে ভুয়ো ফোন। এমনকী, বিডিও অফিসে কর্মখালির জন্য ভুয়ো ফোনও আসে। শুধু তাই নয়, অলনাইনে ট্রেডিং অ্যাপের নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারিত হওয়ারও খবর আসছে।  পুলিস তদন্তে নামলেও এই সাইবার প্রতারকদের মাথা ধরতে কালঘাম ছুটছে পুলিসের। 
23h 23m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা