কলকাতা

মৈপীঠে অবস্থান বদল করল রয়্যাল বেঙ্গল! তৎপর বন দপ্তর

সংবাদদাতা, বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মৈপীঠে অবস্থান বদল করল বাঘ। মৈপীঠের কিশোরি মোহনপুর সংলগ্ন দক্ষিণ বৈকুণ্ঠপুর এলাকায় আজ, মঙ্গলবার সকালে বাঘের উপস্থিতি টের পেয়েছিলেন এলাকার বাসিন্দারা। সেইমতো বনদপ্তরের কর্মীরা ওই জায়গাটি জাল দিয়ে ঘিরে দেয়। তারপরেই সকালে জালের কাছে বাঘের পায়ের ছাপ দেখতে পায় বনদপ্তরের কর্মীরা। এরপর বেলায় দেখা যাচ্ছে দক্ষিণ দিক থেকে বেরিয়ে উত্তর দিকে ৬ নম্বর বৈকুণ্ঠপুর সংলগ্ন হেতাল জঙ্গলে বর্তমানে অবস্থান করছে বাঘটি। বিষয়টি নিশ্চিত করেছে বনদপ্তরও। ফের নতুন করে ১ কিলোমিটার জঙ্গল এলাকা জাল দিয়ে ঘেরার কাজ চলছে। তিনদিক ঘিরলেও নদীর দিকটি খোলা রাখা হচ্ছে। যাতে নদী পেরিয়ে গভীর জঙ্গলের দিকে চলে যায় রয়্যাল বেঙ্গল। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে বাঘটিকে তাড়িয়ে গভীর জঙ্গলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। আজ, মঙ্গলবার সকালেই ঘটনাস্থলে এসেছেন এডিএফও অনুরাগ চৌধুরী। তিনি পুরো কাজের তদারকি করছেন। ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন ডিএফও। তিনি আসার পর পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে,  লোকালয় সংলগ্ন এলাকায় বাঘ চলে আসায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। জঙ্গলের পাশেই তাদের বসবাস। রুজি-রুটির জন্য তাদের জঙ্গলেও যেতে হয়। সেই ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। এলাকার বাসিন্দারা লোকালয় সংলগ্ন জঙ্গলটি জাল দিয়ে ঘিরে ফেলার দাবি জানাচ্ছেন। এছাড়া রাস্তায় যাতে পর্যাপ্ত আলো লাগানো হয় তারও দাবি জানিয়েছেন। ঘটনাস্থলে রয়েছে মৈপীঠ থানার পুলিস। এলাকার বাসিন্দাদের সচেতন করা হচ্ছে।
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা