কলকাতা

বেপরোয়া ডাম্পারের ধাক্কায় দুই প্রান্তে মৃত্যু, টালিগঞ্জে এএসআই, সাঁতরাগাছি ব্রিজে বলি চিকিৎসক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও হাওড়া: ১২ ঘণ্টার মধ্যে দু’টি দুর্ঘটনা। এক প্রান্তে মারা গেলেন এক মহিলা এএসআই। অন্য প্রান্তে মর্মান্তিক মৃত্যু হল এক চিকিৎসকের। 
লালবাজার সূত্রে জানা গিয়েছে, সোমবার মধ্যরাতে রিজেন্ট পার্ক থানা এলাকায় দেশপ্রাণ শাসমল রোডের উপর দুর্ঘটনায় মৃত্যু হয় ওই এএসআই’র। টালিগঞ্জ মেট্রো স্টেশনের উল্টোদিকে রয়েছে ডায়মন্ডহারবার পুলিস জেলার কর্মীদের কোয়ার্টার। বাবা-মাকে নিয়ে সেখানেই থাকতেন এএসআই ঋতুপর্ণা দে (৩৮)। শনিবার তাঁর বিকেলের ‘শিফ্ট’-এ ডিউটি  ছিল। রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন তিনি। টালিগঞ্জ থেকে ডিএইচপিডি কোয়ার্টার ক্রসিং হয়ে ডানদিকে ঘোরার সময় ট্রামলাইনে ‘স্কিড’ করে যায় ঋতুপর্ণার বাইকের চাকা। উল্টোদিক থেকে সিগন্যাল ভেঙে ছুটে আসা একটি বেপরোয়া ডাম্পার তাঁকে সরাসরি ধাক্কা মারে। বাইক সহ ওই এএসআইকে প্রায় ২০ ফুট ঘসটে নিয়ে যায় পণ্যবাহী গাড়িটি। ওই জায়গাতেই তখন ডিউটি করছিলেন রিজেন্ট পার্ক ট্রাফিক গার্ডের এক কর্মী। তড়িঘড়ি তিনি ডাম্পারটি আটকান। চালককে গ্রেপ্তার করে পুলিস। গুরুতর জখম অবস্থায় ঋতুপর্ণাদেবীকে উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কলকাতা পুলিসের ডেপুটি কমিশনার (ট্রাফিক) শ্রীকান্ত জগন্নাথরাও মঙ্গলবার বলেন, ‘ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কী কারণে দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।’ 
এই ঘটনার কয়েক ঘণ্টা পর, মঙ্গলবার সকালে হাওড়ার সাঁতরাগাছি ব্রিজের কাছে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় এক চিকিৎসকের। হুগলির কোন্নগরের বাসিন্দা ওই চিকিৎসকের নাম শুভাশিস ঘোষ (৪২)। তিনি সাঁতরাগাছির একটি নার্সিংহোমে নাইট ডিউটি সেরে অন্য একটি বেসরকারি হাসপাতালে যাচ্ছিলেন। সেখান থেকে তাঁর কোন্নগর ফেরার কথা ছিল। তাঁকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, ২০১৪ সালে বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে এমডি শেষ করে কোচবিহার জেলা হাসপাতালে নিয়োগ পেয়েছিলেন শুভাশিসবাবু। সেখানে কয়েকমাস কাজ করার পর সরকারি চাকরি ছেড়ে দেন তিনি। সম্প্রতি হাওড়ার কয়েকটি বেসরকারি হাসপাতালে অ্যানাস্থেটিস্ট হিসেবে কাজ শুরু করেন তিনি। বেশিরভাগ দিনই তাঁর নাইট ডিউটি থাকত। সোমবার নাইট ডিউটি সেরে বাইক নিয়ে সাঁতরাগাছি ব্রিজে উঠতেই একটি ডাম্পার তাঁকে ধাক্কা মারে। বেশ কিছুটা দূরে ছিটকে পড়েন তিনি। তবে কোনা ট্রাফিক গার্ডে কর্তব্যরত এক আধিকারিক বলেন, ‘ওই চিকিৎসকের শরীর থেকে কোনও রক্তক্ষরণ হয়নি। হাসপাতালে ভর্তির পর জ্ঞান হারান। এরপরেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।’ পুলিস জানিয়েছে, দেহ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। শুভাশিসবাবুর বাবা সুকুমার ঘোষ বলেন, ‘সকাল ১০টা নাগাদ হঠাৎ বৌমা ফোন করে ছেলের দুর্ঘটনার কথা জানায়। হাওড়া হাসপাতালে ছুটে আসি। ততক্ষণে সব শেষ।’ এক্ষেত্রেও ডাম্পার চালককে গ্রেপ্তার করেছে পুলিস। নতুন বছরের শুরুতে শহরের দুই প্রান্তে প্রাণঘাতী দুই দুর্ঘটনায় পথ নিরাপত্তা ফের প্রশ্নের মুখে পড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
14h 14m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা