কলকাতা

আবাসন থেকে বেপাত্তা ‘অভিজাত’ টুন্ডি, হন্যে পরিবার

নিজস্ব প্রতিনিধি, বরানগর: ধবধবে ফরসা। মাথায়-পিঠে হলুদ ছোপ দাগ। গলায় লাল রঙের বেল্ট চেহারাটিকে আরও খোলতাই করেছে। বিদেশি খাবার ছাড়া অন্য কিছু তার মুখে রোচে না। বাথরুমে যায় একা, এত ‘ইনটেলিজেন্ট’। পরিবারটি তার মায়ার বন্ধনে বাঁধা। সেই ‘টুন্ডি’ একদিন গেল হারিয়ে। আর নাওয়াখাওয়া ভুলল দত্ত পরিবার।
কলকাতা হাইকোর্টের আইনজীবী প্রতীক দত্ত। বিরাটির ছ’নম্বর রেল গেট লাগোয়া একটি অভিজাত আবাসনে থাকেন। তাঁর মা ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা। স্ত্রী ট্যাক্স বিভাগের কর্মী। গত তিন বছর ধরে তাঁদের সর্বক্ষণের সঙ্গী একটি দেশি বিড়াল। আদর করে প্রতীকবাবু নাম রাখেন টুন্ডি। সে টুন্ডি নিখোঁজ। আবাসন ছেড়ে বেরিয়ে গিয়েছে পাঁচ দিন হল। তারপর আর কোনও হদিশ নেই। পোষ্যকে হারিয়ে শোকে মূহ্যমান দত্তরা বিরাটি স্টেশন থেকে শুরু করে শহরের বিভিন্ন জায়গায় কয়েকশো পোস্টার সাঁটিয়েছেন। খোঁজ দিলেই নগদ পুরস্কার। তবে এখনও খোঁজ মেলেনি বলেই জানা গিয়েছে। 
টুন্ডি বিড়াল হলেও মাছ, মাংস বা দুধ তার মুখে রুচতো না। অনলাইনে তার জন্য খাবার আনাতে হতো। শুকনো ও ভেজা দু’ধরণের খাবার। তা আসত থাইল্যান্ড ও ইটালি থেকে। ঘুমের জন্য রয়েছে ওর রয়েছে দামি বিছানা। টুন্ডির নিরাপত্তার কথা ভেবে গত তিনবছর এই পরিবারটির সদস্যরা একসঙ্গে কোথাও বেড়াতেও যাননি। টুন্ডি বাড়ির ব্যালকনি দিয়ে দুই জানুয়ারি সকাল আটটা নাগাদ বেরিয়ে যায়। আবাসনের সীমানা প্রাচীরের ফাঁক গলে ঢোকে পাশের বস্তি এলাকায়। তারপর বিলকুল হাওয়া। কোনও খোঁজ নেই। ওই দিন বিকেলেই পোস্টার লাগান দত্তরা। অফিস, স্কুল, আদালত ফেলে দিনরাত এক করে খুঁজে চলেছেন। প্রতীকবাবু বলেন, ‘এমনই এক শীতের সকালে পদ্মপুকুরের বাড়ির দরজায় এসে কান্নাকাটি করছিল মাস খানেক বয়সের বিড়ালটি। বাড়িতে এনে যত্ন করেছিলাম। আমার বালিশে মাথা দিয়ে ঘুমত। বাথরুমে যেত নিজে। ও এ বাড়িরই সদস্য। কেন যে চলে গেল বুঝতে পারছি না। বাড়ির কেউ খেতে পারছি না। রাতে ওর স্বপ্ন দেখছি। শুধু খোঁজটা পেতে চাই। পোস্টারে ছাপানো অর্থমূল্যের থেকেও বেশি পুরস্কার দিতে রাজি আছি। ওকে হারানোর কষ্ট, সন্তান হারানোর শোকের থেকে কোনও অংশে কম নয়।’
19h 19m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা