কলকাতা

বাংলার বাড়ি তৈরিতে প্রয়োজন নেই পঞ্চায়েতের অনুমতি, জানাল দপ্তর

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাড়ি তৈরি করতে গেলে গ্রামীণ এলাকায় প্রয়োজন হয় পঞ্চায়েতের ছাড়পত্র। কিন্তু, ‘বাংলার বাড়ি’র ক্ষেত্রে তা প্রয়োজন নেই, জানাচ্ছে পঞ্চায়েত দপ্তরই। রোজ উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন ব্লক বা পঞ্চায়েতে এ নিয়ে উপভোক্তারা দরবার করছেন। এ জন্যই জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আবাস যোজনার বাড়ি নির্মাণ করতে গেলে কোন ‘অনুমতি’র প্রয়োজন নেই। 
কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও বাংলায় ১২ লক্ষ মানুষকে আবাস যোজনার টাকা দিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনা জেলার ৫৬ হাজার উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম দফার ৬০ হাজার টাকা চলে গিয়েছে। অনেকে বাড়ি তৈরির কাজ শুরুও করে দিয়েছেন। কিন্তু অনেক উপভোক্তার প্রশ্ন, আবাসের বাড়ি তৈরি করতে গেলে পঞ্চায়েতের অনুমোদন কি প্রয়োজন? জেলা প্রশাসনের এক কর্তা বলেন, সরকারি নিয়ম অনুযায়ী এজন্য কোনও অনুমতি লাগছে না। কারণ সরকারিভাবে সমীক্ষা  করে, বেশ কিছু তথ্য খতিয়ে দেখেই উপভোক্তাদের এই প্রকল্পের আওতায় আনা হয়েছে।
এনিয়ে বারাসত ১-এর বিডিও রাজীব দত্তচৌধুরী বলেন, এই বাড়ি তৈরির জন্য কোনও সরকারি অনুমতি দরকার হচ্ছে না। কারণ, সার্ভে করার সময়েই প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হয়েছে। হাবড়া ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ প্রবীর মজুমদার বলেন, রাজ্য সরকার সবদিক খতিয়ে দেখেই উপভোক্তাদের এই প্রকল্পের আওতায় এনেছে। তাই আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, এর জন্য আলাদা কোনও অনুমোদন প্রয়োজন নেই।
19h 19m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা