কলকাতা

ভেসে এল বিশাল আকারের অলিভ রিডলে কচ্ছপের দেহ

গঙ্গাসাগর ও বাগনান, নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, উলুবেড়িয়া: গত দু’দিনে দুই জেলায় দু’টি অলিভ রিডলে কচ্ছপের দেহ উদ্ধার হল। মঙ্গলবার বিকেলে গঙ্গাসাগর সমুদ্র সৈকতে বিশালাকার এক কচ্ছপের নিথর দেহ ভেসে আসে। আর সোমবার সকালে বাগনান এক নম্বর ব্লকের বাকসিহাট গ্রাম পঞ্চায়েতের মানকুর গ্রামে রূপনারায়ণ নদীতে অন্য একটি বিশালাকার কচ্ছপের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
কোথা থেকে এবং কীভাবে গঙ্গাসাগরে এল কচ্ছপ তার কারণ এখনও স্পষ্ট নয়। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানিদের মতে, এই কচ্ছপ সমুদ্র সৈকতে এসে ডিম পাড়ে। ওড়িশা উপকূলে বিপুল সংখ্যক দেখতে পাওয়া যায়। কোনওভাবে মৎস্যজীবীদের জালে আটকে গিয়েছিল। তারা বের করে জলে ফেলে দেয়। সে কারণে সম্ভবত মৃত্যু হয় কচ্ছপটির। এরপর স্রোতে সাগরদ্বীপে ভেসে আসে। দক্ষিণ ২৪ পরগনা জেলা বনবিভাগ উদ্ধার করেছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হবে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, রূপনারায়ণে কচ্ছপের দেহ দেখতে ভিড় জমে যায়। রাজু কোটাল নামে এক পরিবেশপ্রেমী বিষয়টি বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিককে জানান। তাঁরা ঘটনাস্থলে যান। পরে বনদপ্তর কচ্ছপটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। চিত্রক জানান, এই ধরনের সামুদ্রিক কচ্ছপ হাওড়া জেলায় সাধারণত দেখা যায় না। মাঝে মধ্যে এরা পথ ভুলে নদীতে চলে আসে। কী কারণে এই কচ্ছপটির মৃত্যু হল তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যাবে। - নিজস্ব চিত্র
14h 14m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা