কলকাতা

হেরিটেজ উৎসবের সাফল্যে কাঁটা, ৫ বছরেও তৈরি হয়নি টাউন স্কোয়ার, শ্রীরামপুরে ক্ষোভ বাড়ছে নাগরিকদের

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শ্রীরামপুর হেরিটেজ উৎসবের সাফল্যের মধ্যেই বিঁধছে টাউন স্কোয়ারের কাঁটা। রাজ্য সরকার শ্রীরামপুরে টাউন স্কোয়ারের কাজ অনুমোদন করলেও তা তৈরি না হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলতে শুরু করেছেন নাগরিকরা। ২০১৯ সালে বিদেশের আদলে শ্রীরামপুর ব্লক অফিস থেকে নিশানঘাট পর্যন্ত দীর্ঘ এলাকাজুড়ে টাউন স্কোয়ার তৈরির জন্য রাজ্য সরকার তিন কোটি টাকা বরাদ্দ করেছিল। একদিকে শহরকে সাজানো, অন্যদিকে ঐতিহ্যবাহী এই শহরে একটি বিশেষ দর্শনীয় স্থান তৈরির জন্য ওই টাকা দেওয়া হয়েছিল। কিন্তু তারপর পাঁচ বছর পেরিয়ে গেলেও সেই কাজ বিশেষ এগয়নি। কেন এই ঢিলেমি, এই প্রশ্নকে ঘিরেই জোর চর্চা শুরু হয়েছে।
তবে কাজ যে একেবারেই কিছুই হয়নি, তা মানতে নারাজ শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা। তিনি বলেন, প্রকল্পের নকশা থেকে ঠিকাদার বাছাই— এসব কাজ তৎপরতার সঙ্গেই করা হয়েছিল। কিন্তু করোনা সংক্রমণের সময় থমকে গিয়েছিল কাজ। পরবর্তীকালে কিছু জটিলতা তৈরি হওয়ায় আটকে যায় টাউন স্কোয়ারের কাজ। এ বিষয়ে পুরসভার সিআইসি সদস্য তথা শ্রীরামপুর হেরিটেজ উৎসবের মূল উদ্যোক্তা সন্তোষ সিং (পাপ্পু) বলেন, করোনার পর ঠিকাদার কাজ করতে চাননি। নির্মাণ ব্যয়ও বেড়ে গিয়েছিল। ফলে বরাদ্দ টাকায় কতটা কাজ হবে, তা নিয়ে সংশয় তৈরি হয়। তবে এটা ঠিক যে, আমরা প্রকল্প রূপায়ণের উদ্যোগ থেকে পিছিয়ে আসিনি। হেরিটেজ উৎসবের সাফল্যের পর টাউন স্কোয়ার তৈরির ব্যাপারে আমরা নির্দিষ্ট পরিকল্পনা করেছি। ঠিকাদার সংস্থাকে অবশেষে রাজি করানো হয়েছে। দ্রুত নির্মাণকাজ শুরু হবে।
শ্রীরামপুরের বিভিন্ন স্থাপত্যকে ধরে রাখা, ইতিহাসের সংরক্ষণ নিয়ে বাসিন্দারা যথেষ্ট আবেগপ্রবণ। সেই আবেগের হাত ধরেই শহরকে সাজিয়ে তুলতে বিদেশের আদলে বিশেষ রাস্তা টাউন স্কোয়ার তৈরির দাবি ওঠে। আদালত চত্বর থেকে সেন্ট ওলাভ গির্জা, নর্থগেট হয়ে গঙ্গার ঘাট পর্যন্ত প্রসারিত রাস্তা, সুসজ্জিত বনবিতান তৈরির পরিকল্পনা করা হয়। রাস্তার ধারে বসার জায়গা, ঘোরাফেরার জন্য মুক্ত জমি, বিশেষ আলোকসজ্জায় টাউন স্কোয়ার সাজানোর ভাবনাকে কেন্দ্র করে শহর মাতোয়ারা হয়েছিল। টাউন স্কোয়ারের নকশা তৈরির জন্য সেই সময় প্রতিযোগিতার আয়োজনও করা হয়। বাসিন্দাদের উৎসাহ দেখে রাজ্য সরকার টাকা বরাদ্দ করে দেয়। তারপর গড়িয়ে গিয়েছে প্রায় পাঁচ বছর। কিন্তু শ্রীরামপুরে সেই বিশেষ সড়ক এখনও তৈরি হয়নি। সম্প্রতি পুরসভার উদ্যোগে ১২ দিন ধরে শহরে প্রথম হেরিটেজ উৎসব হয়েছে। টাইম স্কোয়ার তৈরি না হওয়ায় এই উৎসবের মধ্যেই আক্ষেপ শোনা গিয়েছে শহরবাসীর কথায়। উৎসব মিটে যাওয়ার পর শহরবাসীর সেই আক্ষেপের সুর ক্রমশ ক্ষোভের আকার নিতে শুরু 
করেছে।-নিজস্ব চিত্র
20h 20m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা