খেলা

সুপার সিক্সের ভাবনায় বাড়তি চাপ নিতে নারাজ অস্কার, মুম্বইকে হারানোর আশায় ইস্ট বেঙ্গল

সঞ্জয় সরকার, কলকাতা: প্রথম ছ’টি ম্যাচেই হার। ফুটবলারদের মনোবল ঠেকেছিল তলানিতে। এমন পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে সমর্থকদের নতুন করে স্বপ্ন দেখান কোচ অস্কার ব্রুজোঁ। আশা জাগান সুপার সিক্সের। স্প্যানিশ কোচের প্রশিক্ষণে পরের ছ’টি ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তা আরও জোরালো করে লাল-হলুদ ব্রিগেড। তবে হায়দরাবাদের বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল হজমে নিশ্চিত তিন পয়েন্ট মাঠে ফেলে আসেন হিজাজিরা। আর তাতেই ফের একবার কঠিন হয় সুপার সিক্সের রাস্তা। কোচ অস্কারও দেওয়াল লিখন স্পষ্ট বুঝতে পারছেন। তাই আপাতত সুপার সিক্সের কথা মাথায় না রেখে জয়েই চোখ দিতে চান তিনি। সেই লক্ষ্যে সোমবার ঘরের মাঠে মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া লাল-হলুদ কোচ। তাঁর মন্তব্য, ‘লিগের সাত ম্যাচে জয়ের মুখে দেখেনি দল। চাইলেও তা আমি অস্বীকার করতে পারি না। তা সত্ত্বেও ডিসেম্বরের শুরুতে আমরা একটা লক্ষ্য স্থির করেছিলাম। তবে এই পর্বে চোট-আঘাতের পাশাপাশি খারাপ রেফারিংয়েরও খেসারত দিতে হয়েছে। প্রতিকূলতার মধ্যেও দল ক্রমশ উন্নতি করেছে। তবে প্রতিনিয়ত সুপার সিক্সের কথা ভেবে অতিরিক্ত চাপ নিতে চাই না। বরং বাকি ম্যাচগুলোকে ফাইনাল ধরে এগতে হবে। যত বেশি সম্ভব পয়েন্ট তুলে নেওয়াই লক্ষ্য।’
চলতি মরশুমে ধারাবাহিকতার অভাবে ভুগছে মুম্বই। গত ম্যাচে নর্থইস্টের কাছে তিন গোল হজম করেছেন তিরিরা। লাল-হলুদ কোচ অস্কার অবশ্য প্রতিপক্ষকে হাল্কাভাবে নিতে নারাজ। তাঁর কথায়, ‘গত ম্যাচে মুম্বই হেরেছে ঠিকই, তবে আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। উইং থেকে দ্রুত আক্রমণে উঠে আসে ওরা। সেই সব কথা মাথায় রেখেই ছেলেরা মাঠে নামবে।’
গত ম্যাচে গোড়ালিতে চোট পাওয়ায় সোমবার অনিশ্চিত শৌভিক। তাই আনোয়ারকে ফের একবার ডিফেন্সিভ মিডিও পজিশনে ব্যবহার করতে চলেছেন কোচ। কার্ড সমস্যা কাটিয়ে দলে ফিরছেন হেক্টরও। ছাংতেদের শান্ত রাখতে দুই বিদেশি ডিফেন্ডারে দল সাজাবেন অস্কার। আপফ্রন্টে ক্লেটনের সঙ্গে শুরু করবেন দিয়ামানতাকোস। এবার ১৩ ম্যাচে ১৬টি গোল হজম করেছে মুম্বই। প্রতিপক্ষ রক্ষণের দুর্বলতা কাজে লাগাতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল মেলে ধরা লক্ষ্য ক্লেটনদের।
আইএসএলে আটবারের সাক্ষাতে পাঁচবার শেষ হাসি হেসেছে মুম্বই। মাত্র একবার জিতেছে ইস্ট বেঙ্গল। অতীতের এই পরিসংখ্যান অবশ্য মাথায় রাখতে নারাজ মুম্বই কোচ পিটার ক্র্যাটকি। তাঁর কথায়, ‘গত ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। ইস্ট বেঙ্গল গত কয়েকটি ম্যাচে দারুণ ফুটবল খেলেছে। তাই ওদের হাল্কাভাবে নেওয়া চলবে না।’ তবে চোটের কারণে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাবে না মুম্বই সিটি। ঘরের মাঠে লাল-হলুদ ব্রিগেডকে যা বাড়তি সুবিধা করে দেবে।
-ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সরাসরি স্পোর্টস ১৮ চ্যানেলে।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা