খেলা

বিতর্কিত পেনাল্টি নিয়ে ক্ষুব্ধ মিকেল আর্তেতা

লন্ডন: প্রিমিয়ার লিগে শনিবার লিড নিয়েও ড্র করেছে আর্সেনাল। দ্বিতীয়ার্ধে বিতর্কিত পেনাল্টিতে সমতা ফিরিয়েছে ব্রাইটন। বক্সে হেড করতে যাওয়ার পথে সালিবার সঙ্গে ধাক্কা লাগে জোয়াও পেড্রোর। রেফারি কিছুক্ষণ ভেবে পেনাল্টির নির্দেশ দেন। ম্যাচের পর এই সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেন গানারদের কোচ মিকেল আর্তেতা। তিনি বলেন, ‘এমন সিদ্ধান্ত প্রথমবার দেখলাম। ক্লিয়ার করতে গিয়ে সালিবাও বল স্পর্শ করেছিল। তখন পেড্রোই এসে ধাক্কা মারে। তাই এটা কোনওভাবেই পেনাল্টি হয় না।’ উল্লেখ্য, শনিবার ম্যাচটি জিতলে লিভারপুলের থেকে কিছুটা ব্যবধান কামাতে পারত আর্সেনাল। ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ডেকলান রাইসরা। আর ম্যান ইউয়ের বিরুদ্ধে নামার আগে পর্যন্ত ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে রয়েছে লিভারপুল।
অন্যদিকে, লিগে টানা দু’টি জয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার ওয়েস্ট হ্যামকে ৪-১ গোলে হারায় সিটিজেনরা। জোড়া লক্ষ্যভেদে নায়ক আর্লিং হালান্ড। তবুও পুরোপুরি সন্তুষ্ট নন কোচ পেপ গুয়ার্দিওলা। ম্যাচ শেষে তিনি বলেন, ‘দীর্ঘদিন পর প্রিমিয়ার লিগে টানা দু’টি ম্যাচ জিতলাম। তাতে অবশ্যই খুশি। ছেলেরাও ক্রমশ আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে। তবে এটাও ঠিক, এখনও উন্নতির অনেক অবকাশ রয়েছে। ম্যান সিটি যে মানের ফুটবল খেলতে অভ্যস্ত এদিন তার ধারেকাছেও ছিল না ছেলেরা। বরং এভার্টনের বিরুদ্ধে ড্রয়ের ম্যাচে পারফরম্যান্স এর চেয়ে ভালো ছিল। তবে এই তিন পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ।’
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা