রাজ্য

‘দক্ষিণরায়’ফের বাংলার সীমানায়, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: সবে জিনাতের আতঙ্ক কেটেছে বাংলায়। তার মধ্যেই আবার এক ‘দক্ষিণরায়’ বাংলার সীমানায় এসে হাজির। যা নিয়ে ফের নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বঙ্গে। এনিয়ে ব্যাপক ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সোমবার গঙ্গাসাগরের অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে ওড়িশার বনকর্মীদের নজরদারি নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। সে রাজ্যের জঙ্গল থেকে বাঘ কেন বাংলায় চলে আসছে, তা নিয়ে ওড়িশার প্রশাসনের উপর তিনি বিরক্তি প্রকাশ করেন। তাঁর ক্ষোভ, ‘ওরা বাঘ ছেড়ে দেবে আর আমাদের এখানে মানুষ আতঙ্কে থাকবে, এটা চলবে না।’
বনদপ্তর সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই বাঘের আতঙ্ক ছড়িয়েছে বাংলার সীমান্তবর্তী ঝাড়খণ্ডের চাণ্ডিল ও দলমা এলাকায়। ওইসব এলাকায় বাঘের পায়ের ছাপ মিলেছে। তা খতিয়ে দেখে সেই রাজ্যের বনদপ্তরের আধিকারিকদের দাবি, পায়ের ছাপ রয়্যাল বেঙ্গল টাইগারের। ইতিমধ্যেই সে শিকারও করেছে। তবে, বাঘটির গলায় রেডিও কলার নেই। তাই গতিবিধি সবসময় ট্র্যাক করা সম্ভব হচ্ছে না। বনদপ্তর সূত্রের খবর, সোমবার ভোরে ঝাড়খণ্ডের চাণ্ডিল থানার বালিডি জঙ্গল ছাড়িয়ে বাঘটি দলমা পাহাড়ের দিকে এগিয়েছে। ওই এলাকায় চাষের জমিতে তার পায়ের ছাপও পাওয়া গিয়েছে। তার ফলে বাঘটির বাংলায় ঢুকে পড়ার সম্ভাবনাও ক্রমশ প্রবল হচ্ছে। 
তবে, এব্যাপারে ঝাড়খণ্ড সরকারের তরফে এখনও রাজ্যের কাছে কোনওরকম সতর্কবার্তা এখনও পাঠানো হয়নি। তবুও পূর্ব অভিজ্ঞতা থেকে পুরুলিয়া জেলার বনদপ্তরের আধিকারিকরা এব্যাপারে সতর্ক রয়েছেন। পুরুলিয়ার ডিএফও অঞ্জন গুহ বলেন, পুরুলিয়া জেলার অধিকাংশজুড়েই রয়েছে ঝাড়খণ্ড সীমানা। ঝাড়খণ্ডের চাণ্ডিল ও দলমার যেসব এলাকায় বাঘের উপস্থিতির খবর আমরা পাচ্ছি, তার কাছাকাছি সমস্ত এলাকার রেঞ্জারদের সতর্ক থাকতে বলা হয়েছে। তাঁর সংযোজন, মূলত পুরুলিয়া ও কংসাবতী দক্ষিণ ডিভিশনজুড়েই ঝাড়খণ্ড সীমানা রয়েছে। বাঘের অবস্থানের কাছাকাছি বলতে বলরামপুর, বরাবাজার, মাঠা রেঞ্জ রয়েছে। এইসব এলাকায় আমরা সতর্ক রয়েছি। 
তবে, বাঘ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বেজায় ক্ষুব্ধ, তা এদিন গঙ্গসাগর মেলাতেই বুঝিয়ে দেন। ক্ষোভের সুরে তিনি বলেন, ‘এই দেখুন না, একটা বাঘ পাঁচটা জঙ্গল, পাঁচটা জেলা পেরল। পাঁচদিন আতঙ্কে ছিল। ছোটদের স্কুল বন্ধ ছিল। যেই আমরা আমাদের প্রশাসন ও বনবিভাগ সকলে মিলে উদ্ধার করলাম, ওমনি দিনরাত ফোন আসছে। ফেরত দাও। ফেরত দাও। ফেরত দাও। ফের একটা বাঘ চলে এসেছে।’
ওড়িশা বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, ‘তোমরা তো তোমাদের জঙ্গলের খেয়াল রাখবে। যাতে তোমাদের বাঘ আমাদের এখানে না ঢুকে পড়ে। আমাদের গ্রামে আতঙ্ক না ছড়ায়। এমনিতেই হাতির সংখ্যা বেড়ে গিয়েছে।’ তিনি বলেন, ‘ওড়িশা সরকারকে বলব, বাঘ উদ্ধার করে নিয়ে যেতে। কারণ আগেরবার আমাদের লোকজন পাঁচদিন বাঘের আতঙ্কে ঘর থেকে বেরতে পারেনি। স্কুলপাঠ বন্ধ ছিল। তারপরেও যেভাবে বনকর্মীরা বাঘ ধরেছি, সেটা মডেল।’
এরপরই ওড়িশা সরকারকে কিছুটা বিদ্রুপের সুরেই মুখ্যমন্ত্রীর প্রস্তাব, ‘বাঘ পাঠালে চিরকালের জন্য পাঠাক। আমরা রেখে দিচ্ছি। তোমাদের জায়গা না থাকলে, আমাদের টাইগার রেসকিউ সেন্টার রয়েছে, গভীর জঙ্গল রয়েছে। আমরা রেখে দিচ্ছি।’ যে বাঘ নিয়ে ফের আতঙ্ক ছড়িয়েছে, তা উদ্ধারের জন্যও ওড়িশা সরকারকে আবেদন করেন মুখ্যমন্ত্রী।
22h 22m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা