বিদেশ

ভারত বিরোধিতাই কাল, কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা ট্রুডোর

টরন্টো: জল্পনার অবসান। কানাডার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন জাস্টিন ট্রুডো। সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীত্বের পাশাপাশি পদত্যাগ করেছেন লিবারেল পার্টির নেতা হিসেবেও। বুধবার লিবারেল পার্টির গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। তার আগেই নিজের ইস্তফা ঘোষণা করলেন ট্রুডো। আগামী অক্টোবরে কানাডায় নির্বাচন। তার আগে সেদেশের রাজনীতিতে বড় পরিবর্তন ঘটল। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ইস্তফাপত্র পেশ করবেন তিনি।
২০১৩ সালে লিবারেল পার্টির নেতা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন ট্রুডো। ২০১৫ সালে দেশের প্রধানমন্ত্রী হন। বর্তমানে তাঁর জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছিল। দেশে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। বাড়ছে থাকা-খাওয়ার খরচ। পাশাপাশি ট্রুডোর আন্তর্জাতিক নীতি নিয়ে দেশের মধ্যেই তৈরি হয়েছে অসন্তোষ। তাঁর আমলে ভারতের সঙ্গে কানাডার দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। সবকিছু মিলিয়ে নিম্নমুখী লিবারেল পার্টির জনপ্রিয়তাও। শুধু তাই নয়, আগামী নির্বাচনে কনজারভেটিভ পার্টি ক্ষমতায় আসতে চলেছে বলেও জনমত সমীক্ষায় উঠে এসেছে।
এর মধ্যে দলের বহু এমপিকে ট্রুডোর পদত্যাগের দাবিতে সরব হতে দেখা গিয়েছে। গত ১৬ ডিসেম্বর পদত্যাগ করেন অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। অনাস্থা প্রস্তাব পেশের হুমকি দিয়েছেন জোটের অন্যতম সহযোগী নিউ ডেমোক্র্যাটিক পার্টির নেতা জগমিত সিং। নিশ্চিত পরাজায়ের আগাম আঁচ পেয়েই শেষপর্যন্ত ইস্তফা দিতে বাধ্য হলেন ট্রুডো। সেইসঙ্গে নতুন প্রধানমন্ত্রী কে হতে চলেছে, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা