বিদেশ

ক্যালিফোর্নিয়ায় কারখানার ছাদে ভেঙে পড়ল বিমান, মৃত ২

ক্যালিফোর্নিয়া, ৩ জানুয়ারি: ফের বিমান দুর্ঘটনা। এবার কারখানার ছাদেই ভেঙে পড়ল বিমান। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২জনের। গুরুতর আহত আরও ১৮ জন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ফুলারটনে। যা আমেরিকার ডিজনিল্যান্ড থেকে মাত্র ১০ কিলোমিটারের দূরে অবস্থিত। জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুর ২টো ৯ মিনিট নাগাদ ফুলারটন বিমানবন্দর থেকে উড়ানের কিছুক্ষণ পর আচমকাই ভেঙে পড়ে ৪ আসন বিশিষ্ট ওই বিমানটি। দুর্ঘটনার সময় ওই কারখানাতে কাজ করছিলেন ২০০ জন কর্মী। সেই সময় কারখানায় মাথায় ভেঙে পড়ে বিমানটি। ছাদ ভেঙে বিমানটি বিল্ডিংয়ের কিছুটা ভিতরে ঢুকে যায়। বিকট আওয়াজ হয়, কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের পরই কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা, দেখা দেয় আগুনও। সঙ্গে সঙ্গে আশপাশের এলাকা খালি করে দেওয়া হয়। খবর পেয়ে অকুস্থলে আসে দমকল ও পুলিস কর্মীরা। শুরু হয় উদ্ধারকাজ। তাঁরা জানিয়েছেন, কারখানাটিতে সেলাই মেশিন, বস্ত্র মজুত করে রাখা ছিল। এছাড়া একটি ফার্নিচার প্রস্তুতকারক সংস্থার গোডাউনও ছিল ওই বাড়িটিতে। ফুলারটন পুলিসের মুখপাত্র ক্রিস্টি ওয়েলস জানান, হতাহতদের মধ্যে কারা বিমান যাত্রী এবং কারা শ্রমিক তা এখনও পর্যন্ত জানা যায়নি। জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি কী ভাবে দুর্ঘটনাটি ঘটল সেটিও খতিয়ে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে ছোট বিমানটিতে ছিল একটিমাত্র ইঞ্জিন। সেটি কোনওভাবে বিকল হওয়ার জন্যই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। ওই এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দুর্ঘটনার মুহূর্তের ছবিও। যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।  
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা