বিদেশ

আমেরিকার নিউ অরল্যান্সে ভিড়ে ঢুকে পড়ল গাড়ি, মৃত্যু ১০ জনের

ওয়াশিংটন, ১ জানুয়ারি: নতুন বছরের প্রথম দিনেই রক্তাক্ত আমেরিকা। মার্কিন মুলুকের নিউ অরল্যান্সে আচমকাই ভিড়ের মধ্যে ঢুকে পড়ল গাড়ি। আজ, বুধবার স্থানীয় সময় রাত ৩টে ৩৫ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১০ জনের। আহতের সংখ্যা ৩০। তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার নেপথ্যে কোনও জঙ্গিযোগ রয়েছে কী না সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।   
বর্ষবরণের রাতে নিউ অরল্যান্সের বাওরবন স্ট্রিট এবং ইবারভিলের সংযোগস্থলের একটি জায়গায় ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। জায়গাটি অত্যন্ত জনপ্রিয়। চলছিল আনন্দ-উৎসব এবং বর্ষবরণ উদযাপনের অনুষ্ঠান। সেই সময়ে আচমকাই একটি ট্রাক ভিড়ের মধ্যে ঢুকে পড়ে। শুধু তাই নয়, ঘাতক ট্রাকটির চালক এলোপাথাড়ি গুলি চালান বলেও অভিযোগ উঠেছে। ট্রাকটিকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায় পুলিস। কিন্তু ততক্ষণে আততায়ী কোনওভাবে সেখান থেকে পালিয়ে যায়। ইচ্ছাকৃতভাবেই এই ঘটনাটি ঘটানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান। এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। বর্তমানে ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিস। ওই এলাকায় আপাতত কোনও মানুষকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। তদন্তকারীদের একাংশের মতে, এই ঘটনার নেপথ্যে কোনও জঙ্গিযোগও থাকতে পারে। পুলিস আততায়ীর খোঁজে তল্লাশি শুরু করেছে।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা