খেলা

অবসরের কোনও পরিকল্পনা নেই, জল্পনার মাঝেই স্পষ্ট করলেন রোহিত

সিডনি, ৪ জানুয়ারি: সিডনি টেস্টের আগে অধিনায়ক রোহিত শর্মার খেলা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। শেষ পর্যন্ত রোহিতকে ছাড়াই সিডনি টেস্টে খেলতে নেমেছে ভারত। তবে কানাঘুষো শোনা যাচ্ছিল, এবার অবসর নিতে পারেন ভারত অধিনায়ক। কিন্তু আজ, শনিবার সেই জল্পনাতে নিজেই জল ঢাললেন রোহিত। এদিন সিডনি টেস্টের দ্বিতীয় দিনে জলপানের বিরতিতে প্রথমবার মাঠে প্রবেশ করেন রোহিত। এরপর মধ্যাহ্নভোজের বিরতিতে একটি সাক্ষাৎকারে প্রথমবার মুখ খুললেন তিনি।
রোহিত বলেন, “দলের স্বার্থেই আমি সিডনি টেস্টে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। কোচ এবং নির্বাচকদের সঙ্গে আমার খুব সহজ কথা হয়েছে। ব্যাট হাতে আমি রান করতে পারিনি। আমি ফর্মে নেই। এটি গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। সিডনি টেস্টে আমাদের জিততেই হবে। এই কারণেই আমার এই সিদ্ধান্ত।” তিনি আরও বলেন, “অবসরের কোনও পরিকল্পনা নেই। শুধু এই একটা ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের অনেক ব্যাটসম্যানই ফর্মে নেই। দল আমার কাছে আগে। তাই দলের স্বার্থে আমি সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছি।”
প্রসঙ্গত, সিডনি টেস্টের প্রথম দিনে ফের ‘ব্যর্থ’ হয়েছে ভারতীয় ব্যাটিং। প্রথম ইনিংসে ১৮৫ রানে গুটিয়ে যায় ভারত। তবে আজ, শনিবার দ্বিতীয় দিনে জ্বলে ওঠে ভারতের বোলিং। মাত্র ১৮১ রানেই শেষ হয় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্যের যোগ। কর্মে স্থানগত বা সংস্থাগত পরিবর্তন অসম্ভব নয়। পারিবারিক ক্ষেত্রে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা