খেলা

বুমরাহর চোট সত্ত্বেও আশায় ভারতীয় দল

সিডনি: লাঞ্চের পর যশপ্রীত বুমরাহ মাত্র এক ওভার হাত ঘোরালেন। তারপর বিরাট কোহলির সঙ্গে কিছু একটা আলোচনা করে মাঠ ছাড়লেন। কিছুক্ষণ পরেই সম্প্রচারকারী চ্যানেলের ফুটেজে ধরা পড়ল, টিমের সিকিউরিটি অফিসার ও চিকিৎসকের সঙ্গে কালো গাড়িতে চেপে মাঠ ছাড়ছেন বুমবুম। জানা যায়, মেডিক্যাল টেস্টের জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অধিনায়কের অনুপস্থিতিতে মাঠে দায়িত্ব সামলান বিরাট কোহলি। দীর্ঘ ৩ ঘণ্টা ২০ মিনিট পর বুমরাহকে ড্রেসিং রুমে ফিরতে দেখে কিছুটা স্বস্তি পান সমর্থকরা। তবে তাঁর চোট নিয়ে ধোঁয়াশা তখনও অব্যাহত।
সাংবাদিক সম্মেলনে প্রসিদ্ধ কৃষ্ণই জানালেন, বুমরাহর পিঠে টান ধরেছে। স্ক্যান করাতেই হাসপাতালে গিয়েছিলেন তিনি। তারকা পেসারের চোট কতটা গুরুতর? রবিবার কি তিনি হাত ঘোরাতে পারবেন? প্রসিদ্ধর থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি। তিনি জানান, ‘রিপোর্ট পাওয়ার পর চিকিত্সকরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’ ফলে ভারতীয় সমর্থকদের নিশ্চিন্ত হওয়ার কোনও সুযোগ নেই। দলের সেরা স্ট্রাইক বোলার দ্বিতীয় ইনিংসে বল করতে না পারলে অজিদের পোয়া বারো। তাই হয়তো হোমটিমকে ধন্দ্বে রাখতে চোট নিয়ে বিশদে কিছু জানায়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে হাসপাতাল থেকে ফেরার পর বুমরাহ যেভাবে দৌড়ে সিঁড়ি ভেঙে উঠলেন, তা যথেষ্ট ইতিবাচক। 
চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে আগুনে ফর্মে আছেন বুমরাহ। এখনও পর্যন্ত তাঁর শিকার সংখ্যা ৩২। উইকেট সংগ্রহকারীদের তালিকায় যা সর্বাধিক। বুমরাহ বল করতে আসলেই যেন চোখে সর্ষে ফুল দেখছেন অজি ব্যাটাররা। সিডনিতেও শুক্রবার শেষলগ্নে উসমান খাওয়াজাকে ফিরিয়ে প্রতিপক্ষ শিবিরে প্রথম ধাক্কা দেন বুমবুম। এরপর দ্বিতীয় দিনের শুরুতে তিনি ড্রেসিং রুমের পথ দেখান ফর্মে থাকা মার্নাস লাবুশানেকে। তাতেই নড়ে যায় অস্ট্রেলিয়ার ভিত। তবে বুমরাহ চোট পাওয়ার পর উজ্জ্বল পারফরম্যান্স মেলে ধরলেন মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ। নীতীশ কুমার রেড্ডিও বল হাতে নজর কেড়েছেন। তবে তৃতীয় দিনে বুমরাহর থাকা বা না থাকা যে ম্যাচে ব্যবধান গড়ে দেবে, তা বলার অপেক্ষা রাখে না।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা